NOW READING:
FIR against UP Professor: সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ ছাত্রীদের যৌন নির্যাতনের ভিডিয়ো, অধ্যাপকের কীর্তিতে তোলপাড় কলেজ
March 18, 2025

FIR against UP Professor: সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ ছাত্রীদের যৌন নির্যাতনের ভিডিয়ো, অধ্যাপকের কীর্তিতে তোলপাড় কলেজ

FIR against UP Professor: সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ ছাত্রীদের যৌন নির্যাতনের ভিডিয়ো, অধ্যাপকের কীর্তিতে তোলপাড় কলেজ
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরে ডেকে একের পর এক ছাত্রীকে যৌন নির্যাতন। শেষপর্যন্ত তা প্রকাশ্যে আসতেই তোলপাড় কলেজ। অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের পি সি বাগলা কলেজের ভূগোল বিভাগের হেড অব দ্যা ডিপার্টমেন্টের বিরুদ্ধে। ওই অভিযোগের পর এফআইআর হয়েছে থানায়। অভিযুক্ত অধ্যাপকের নাম রজনীশ কুমার।

আরও পড়ুন-প্রাথমিক স্কুলের পর এবার মাধ্যমিক, বাঁকুড়ায় একসঙ্গে ৭ মাধ্যমিক শিক্ষাকেন্দ্র বন্ধের নোটিস

ওই অভিযোগের পর রজনীশ কুমারকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি স্বীকার করে নিয়েছেন কলেজের প্রিন্সিপ্য়াল ড. মহাবীর সিং। জেলা প্রশাসনের কানেও উঠেছে বিষয়টি। পুলিসে রজনীশের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। কলেজের একাধিক ছাত্রী গোপানে যৌন নির্যাতনের ঘটনা পুলিস ও জাতীয় মহিলা কমিশনে জানায়। তার পরেই গোটা বিষয়টি সামনে চলে আসে।

অভিযাগকারী ছাত্রীরা প্রমাণ হিসেবে রজনীশ কুমারের অসংলগ্ন অবস্থায় বিভিন্ন ছবি পুলিসকে দিয়েছে। ওই অভিযোগ পাওয়ার পরই ডিএসপি পদমর্যাদার এক অফিসার ঘটনার তদন্তে নামে। ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপরই ব্য়বস্থা নেওয়া হয়।

তদন্তের স্বার্থে একটি ৪ সদস্যের টিম গঠন করেছেন জেলা শাসক। কারণ ইতিমধ্য়েই ছাত্রীদের সঙ্গে ওই অধ্য়াপকের একাধিক অশ্লীল ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে গত ২০ বছর ধরে ওই কুকর্ম করে চলেছেন ওই অধ্যাপক। অভিযোগ উঠেছে রজনীশ কুমার ভালো মার্কস পাইয়ে দেওয়া ও অন্যান্য ছুঁতোনাতায় নিজের ঘরে ডেকে ছাত্রদের যৌন হেনস্থা করতেন। শুধু তাই নয়, ওই কুকর্মের ভিডিয়ো করে রেখে ছাত্রীদের ব্ল্যাকমেইল করতেন। এতদিন তা প্রকাশ্যে চলে এসেছে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link