জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবাকে নৃশংসভাবে খুন করল ছেলে। তারপর দেহে পুঁতে রেখে এল বাড়ির কাছাকাছি এক জঙ্গলে। এখানেই শেষ নয় বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিসে অভিযোগও দায়ের করে এল। কিন্তু শেষরক্ষা হল না। পুলিসের জেরায় বেরিয়ে এল চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে।
পুলিস সূত্রে খবর, প্রবল রাগে ধারাল অস্ত্র দিয়ে বাবার গলা কেটে দেয় বেদপাল নামে অভিযুক্ত যুবক। কেন এমন কাণ্ড? পুলিসের তদন্তে উঠে এসেছে বেদপালের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার বাবা ঈশ্বরপাল। একদিন বেদপাল তার বাবাকে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ে দেখে ফেলে। এতেই তার মাথার রক্ত উঠে যায়। বাবার উপরে তার অনেক আগে থাকেই প্রবল রাগ ছিল। স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে সেই রাগ বিস্ফোরণের আকার নেয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জিজ্ঞাসাবাদে বেদপাল জানিয়েছে কোনও টাকাপয়সা সে তাকে দিত না। বরং তার জমানো টাকা সে দিত এক মহিলাকে। একবার বেদপাল বাবাকে বলে কিছু টাকা দিতে যাতে সে তার ঋণ শোধ করতে পারে। কিন্তু ঈশ্বরপাল সেই টাকা দিতে অস্বীকার করে। এতে প্রবল রাগ হয় বেদপালের। এভাবেই বিভিন্ন কারণে বাবার উপরে তার রাগ জমা হচ্ছিল। কিন্তু একদিন তার বিশাল আকার নিয়ে নেয়। ওইদিন সে তার স্ত্রীকে বাবার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থা দেখে ফেলে। তার পরই চরম সিদ্ধান্ত নিয়ে নেয় বেদপাল। বাবাকে ধারাল অস্ত্রের কোপে খুন করে দেহ জঙ্গলে পুঁতে দেয়।
আরও পড়ুন-বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! যাত্রীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রেলের…
আরও পড়ুন-প্রকাশ্য রাস্তায় থান ইট দিয়ে মারধর! চিংড়িঘাটায় আক্রান্ত তরুণী, ভাইরাল ভিডিয়ো…
বাগপতের অতিরিক্ত পুলিস সুপার এন পি সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুক্রবার রাতে বাবা ঈশ্বরপালকে খুন করে তার ছেলে বেদপাল। পুলিস দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। থানায় বাবার নিখোঁজ ডাইরি করে পুলিসকে ভুলপথে চালিত করার চেষ্টা করেছিল বেদপাল।
পুলিসকে বেদপাল বহু কথা বললেও তা বিশ্বাস হয়নি পুলিসের। তাকে টানা জেরার পরই সে তার দোষ কবুল করে নেয়। পুলিসকে সে জানায় টাকা পয়সা দিক না বাবা। তার উপরে তার স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়েছিল। এটা একেবারেই সে মেনে নিতে পারেনি। তাই তাকে খুন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)