# Tags
#Blog

যোগ্যতার ভিত্তিতে ছাত্রীদের স্কুটি, AI ও সৌর শহর, ৪টি নতুন এক্সপ্রেসওয়ে; ঢেলে বরাদ্দ এই রাজ্যে

যোগ্যতার ভিত্তিতে ছাত্রীদের স্কুটি, AI ও সৌর শহর, ৪টি নতুন এক্সপ্রেসওয়ে; ঢেলে বরাদ্দ এই রাজ্যে
Listen to this article


লখনউ: নজরে পরিকাঠামো, প্রযুক্তি, শিক্ষা ও সামাজিক কল্যাণ। প্রায় ৮.০৮ লক্ষ কোটি টাকার রাজ্য বাজেট পেশ করলেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না। এদিন ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়। বাজেশ পেশের সময় অর্থমন্ত্রী জোর দেন, দ্রুত পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাজেটের ২২ শতাংশই কাজে লাগানো হবে উন্নয়নমূলক কাজে। ১৩ শতাংশ শিক্ষা, ১১ শতাংশ কৃষি ও আনুষঙ্গিক পরিষেবা এবং ৬ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে। 

অর্থমন্ত্রী বলেন, “আইন-শৃঙ্খলা এবং বিদ্যুৎ পরিষেবায় উন্নতি দেখে এটা পরিষ্কার যে, নিবেশ সারথি, নিবেশ মিত্র এবং অনলাইন ইন্সেনটিভ বেনিফিট ম্যানেজমেন্ট সিস্টেম স্বচ্ছতা বজায় রাখতে পারছে। বিনিয়োগ প্রক্রিয়ায় বজায় থাকছে স্বচ্ছতা। তার পাশাপাশি বিনিয়োগকারীর আস্থাও অর্জন করা যাচ্ছে। “

বাজেটের ঘোষণা অনুযায়ী, চারটি নতুন এক্সপ্রেসওয়ে উন্নত করা হবে। ৫৮টি পুরসভাকে স্মার্ট সিটিতে পরিণত করা হবে। 

উত্তরপ্রদেশ সরকার পরিকল্পনা করছে, Artificial Intelligence City তৈরি করার। যাতে রাজ্যকে প্রযুক্তি উদ্যোগের কেন্দ্রে পরিণত করা যায়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার জন্য Technology Research Translation Park গড়ে তোলা হবে। এর পাশাপাশি AI-এর জন্য সেন্টার ফর এক্সলেন্স প্রতিষ্ঠা করা হবে। সায়েন্স সিটি, সায়েন্স পার্ক ও প্ল্যানেটোরিয়াম গড়ে তোলা হবে। 

ছাত্রীদের জন্যও অভিনব উদ্যোগের কথা বলা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে ছাত্রীদের স্কুটি দেওয়া হবে। রাজস্ব আদায়কারী কর্মীদের অনলাইনের কাজে ল্যাপটপ ও স্মার্টফোনের ব্যবস্থা করতে ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি উজ্জ্বলা যোজনায় ২টি করে LPG সিলিন্ডার দেওয়া হবে। অযোধ্যায় একটি সোলার সিটি তৈরি করা হবে।

যুব কল্যাণ ও ক্রীড়া ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে যোগী সরকারের বাজেটে। রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় নজর দিতে চাইছে সরকার। মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ যোজনায় বছরে ১ লক্ষ মাইক্রো এন্টারপ্রাইজ প্রতিষ্টা করা হবে। মাইক্রো এন্টারপ্রাইজ উন্নয়নের মাধ্যমে শিক্ষিত ও প্রশিক্ষিত যুবকদের ক্ষমতায়নে জোর দেওয়া হবে। 

রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে এই বাজেট বড় পদক্ষেপ বলে বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে, আইন-শৃঙ্খলা, শিল্প উন্নয়ন, দারিদ্র দূরীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে উত্তরপ্রদেশ।” বাজেট পেশের সময় মহাকুম্ভের কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal