জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার রাতেই ভারতের একাধিক জায়গায় হামলা করে পাকিস্তান (Pakistan)। প্রত্যাঘাত করেছে ভারতও (India)। রাতভর চলে ভারত-পাকিস্তানের (India Pakistan War) সংঘর্ষ। এই যুদ্ধের আবহেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। জেডি ভ্যান্স বলেছেন, এই সংঘাতে হস্তক্ষেপ করার কোনও আগ্রহ আমেরিকার নেই।
তিনি বলেন, ‘আমেরিকা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কমানোর চেষ্টা করতে পারে। কিন্তু এই যুদ্ধের মধ্যে তারা কোনওভাবেই জড়াবে না।’ জেডি ভ্যান্স আরও বলেন, ‘আমেরিকা ভারত ও পাকিস্তানকে অস্ত্র ফেলার কথা বলতে পারবে না। তাই, আমরা এ বিষয়টি কূটনৈতিক পথ দিয়ে সমাধান করার চেষ্টা চালিয়ে যাব। আমাদের আশা এবং প্রত্যাশা হল যে এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধে বা, ভগবান না করুন, পারমাণবিক সংঘাতে পরিণত না হয়। এখন আমাদের মনে হয় যে, সেটার সম্ভাবনা নেই।’
আরও পড়ুন:India Pakistan Tension: পাকিস্তানের পাশে ২ মুসলিম দেশ-সহ মোট তিন! আর ভারতের পাশে…
বৃহস্পতিবার রাতে ভারত-পাকিস্তানের মিসাইল আক্রমণের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট এহেন মন্তব্যে করেন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ ভারতীয়ের নৃশংস হত্যালীলার পর ভারত প্রত্যাঘাত। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে হাহাকার ফেলে দেয় পাকিস্তানে। অপারেশন সিঁদুর উদ্দেশ্য ছিল পাকিস্তানের কোন নাগরিক বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি এবং শুধু সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্পগুলি ধ্বংস করা।
তবে পরের দিন পাকিস্তান ১৫টি ভারতীয় শহরে মিসাইল ও ড্রোনের মাধ্যমে আক্রমণ করতে চেষ্টা করে। ভারত শুধু এই মিসাইলগুলি ধ্বংস করেনি, পরবর্তীতে পাকিস্তানের লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়।
আরও পড়ুন:School Closed on India Pakistan War: ভারত-পাক উত্তেজনা চরমে, এই এই রাজ্যে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)