NOW READING:
Tahawwur Rana Extradition: ২৬/১১-র অন্যতম চক্রী তাহাউর রানার প্রত্যর্পণে সায়, মার্কিন সুপ্রিম কোর্টে ভারতের বড় জয়!
January 25, 2025

Tahawwur Rana Extradition: ২৬/১১-র অন্যতম চক্রী তাহাউর রানার প্রত্যর্পণে সায়, মার্কিন সুপ্রিম কোর্টে ভারতের বড় জয়!

Tahawwur Rana Extradition: ২৬/১১-র অন্যতম চক্রী তাহাউর রানার প্রত্যর্পণে সায়, মার্কিন সুপ্রিম কোর্টে ভারতের বড় জয়!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বড় জয়। মার্কিন সুপ্রিমকোর্ট তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু কে এই রানা? প্রসঙ্গত, তাহাউর হুসেন রানা  ৬৪ বছরের পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক রানা প্রায় ৯০-এর দশকে কানাডায় চলে যান। পরবর্তী সময়ে তিনি আমেরিকায় চলে যান। সেখানে শিকাগোতে ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেস নামে একটি সংস্থাও চালু করেছিলেন রানা। এই রানার অন্যতম বন্ধু ডেভিড হেডলি আর এই ডেভিড মুম্বই হমালার অন্যতম চক্রী। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনায় আমেরিকায় গ্রেফতার করা হয়েছিল। ২০০৯ সালে, হেডলি এবং লস্কর জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করার জন্য আমেরিকায় গ্রেপ্তার হন রানা।

আরও পড়ুন:  এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু ২ পর্বত! মুখ লুকিয়ে বসে আছে…

এবার ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা খেয়াল রেখে, তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর ২০২৩ সালে, রানার বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশ করে মুম্বই পুলিস। তারপরেই রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার টানাপোড়ন শুরু হয়। 

আরও পড়ুন: জলের নীচে ১২০দিন! বিশ্ব রেকর্ড জার্মান ইঞ্জিনিয়ারের…

মুম্বই হামলায় সহায়তা করার জন্য তার ভূমিকার জন্য তাকে বিচারের আওতায় আনার লক্ষ্যে ভারত সরকার এক দশকেরও বেশি সময় ধরে রানার প্রত্যর্পণের চেষ্টা করে আসছে। মুম্বই হামলায় লস্কর-ই-তইবার ১০ জন সদস্য মুম্বইয়ে ঢোকে এবং শহরজুড়ে ধারাবাহিক হামলা চালায়। যার ফলে ৬ আমেরিকান নাগরিক সহ ১৬৬ জন নিহত হয়। এত বছর পর ভারতের বড় কূটনৈতিক জয় নতুন আশা দেখাবে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link