‘স্বর্ণযুগের সূচনা, প্রাণ থাকতে লড়াই ছাড়ব না’, বিজয়ী ভাষণে শ্রেষ্ঠত্বের স্বপ্ন ফেরি ট্রাম্পের
0 0
Listen to this article
Read Time:5 Minute, 22 Second


ফ্লোরিডা: প্রকাশ্য প্রচারসভায় যখন কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি, সেই সময়ই জয়ের ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন অনেকে। বুধবার দুপুর পর্যন্ত গণনা যতদূর এগিয়েছে, তাতে স্পষ্ট যে, দ্বিতীয় বার আমেরিকার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। আর সেনেট ইতিমধ্যেই রিপাবলিকান্স পার্টির দখলে চলে গিয়েছে। হাউজ অফ রিপ্রেজেন্টেটেভিস-এও এগিয়ে রয়েছে তারা। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস মোট আসনের নিরিখে এখনও ২২৬-এ আটকে। সেই নিরিখে ২৬৭, অর্থাৎ ম্যাজিক সংখ্যা ২৭০ ছোঁয়ার পথে ট্রাম্প। আর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্লোরিডা থেকে বিজয়ী ভাষণ দিলেন ট্রাম্প। সেখানে ফের আমেরিকাকে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। (Donald Trump Speech)

বুধবার বিজয়ী ভাষণের সময় ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের পাশে ছিল তাঁর গোটা পরিবার। সেখানে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “এমন জয় আগে কখনও দেখেনি আমাদের দেশ। এমন কিছু আগে কখনও ঘটেনি। আমেরিকার সাধারণ মানুষকে ধন্যবাদ, আমাকে ৪৭তম প্রেসিডেন্ট সম্মান প্রদানের জন্য। দেশের প্রত্যেক নাগরিকের জন্য লড়াই করব আমি, আপনাদের পরিবার, আপনাদের ভবিষ্যতের জন্য লড়ব। আগামী প্রত্যেক দিন, শরীরে প্রাণ থাকা পর্যন্ত আপনাদের জন্য লড়ব আমি। মজবুত, নিরাপদ, সমৃদ্ধশালী দেশের দাবিদার আমাদের ছেলেমেয়েরা। সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। আমেরিকার স্বর্ণযুগ আসছে।” (US Presidential Elections 2024)

গত ১৩ জুলাই পেনসিলভ্যানিয়ার প্রচারসভায় গুলিবিদ্ধ হন ট্রাম্প। বক্তৃতা করার সময় মাথা ঘোরানোয় গুলিটি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়, প্রাণে বেঁচে যান ট্রাম্প। সেই সময়ই তাঁর জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। বুধবার বিজয়ী ভাষণে ট্রাম্পের মুখেও সেই ঘটনার কথা উঠে এল। তিনি বললেন, “ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, কোনও কোনও কারণেই নিশ্চয়ই বাঁচিয়েছেন। দেশকে বাঁচাতে, আমেরিকাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার জন্যই আমাকে বাঁচিয়েছেন ঈশ্বর। একসঙ্গে সেই লক্ষ্যপূরণ করব আমরা। কাজ সহজ হবে না নিশ্চিত, কিন্তু শরীরের শেষ শক্তি থাকা পর্যন্ত লড়ে যাব। আমাকে ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন আপনারা, তাতে মনপ্রাণ সঁপে দেব।”

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে গোড়া থেকে ট্রাম্পকে সমর্থন করে এসেছেন ধনকুবের ইলন মাস্ক। ভোটগ্রহণের ঠিক আগে নথিভুক্ত ভোটারদের দিনে ১০ লক্ষ ডলার করে পুরস্কার দেওয়ার ঘোষণাও করেন তিনি। এদিন বিজয়ী ভাষণে মাস্ককেও ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “এক নতুন তারকার জন্ম হয়েছে, ইলন। অসাধারণ মানুষ উনি। রাতে একসঙ্গে বসেছিলাম আমরা।  ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়ায় প্রচারে গিয়েছিলেন ইলন।  দুই সপ্তাহ আগেই ওঁর রকেট যখন পৃথিবীতে ফিরে আসতে সফল হল, আমার মনে হয়েছিল, শুধু ইলনই এই অসাধ্যসাধন করতে পারেন।  তাই ইলনকে ভালবাসি আমি।”

জয়ের পর এদিন স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ জানান ট্রাম্প। ট্রাম্পের প্রেসিডেন্ট হতে চলেছেন জেডি ভ্যান্স। তাঁকেও অভিনন্দন জানান ট্রাম্প। আমেরিকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “ইতিহাস তৈরি করলাম আমি, জয়ের এক অসাধারণ ইতিহাস। কেউ কল্পনাও করতে পারেননি। আমরা সীমান্ত সমস্যার সমাধান করব, দেশের সব সমস্যা মিটে যাবে। এই ইতিহাস এমনি এমনি রচিত হয়নি, বৃহত্তর উদ্দেশ্য রয়েছে।” ট্রাম্পের দাবি, আমেরিকাকে ফের মহান দেশে পরিণত করবেন তিনি। 

আরও দেখুন





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

By JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *