ওয়াশিংটন: ক্ষমতায় এসেই বাণিজ্য শুল্ক নিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সেই নিয়ে ফের একবার ভারতকে বিঁধলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যে পরিমাণ শুল্ক নেয় ভারত, তাতে ভারতে ব্যবসা করাই দুষ্কর। তিনি ‘মুখোশ’ খুলে দেওয়াতেই ভারত সোজা হয়ে গিয়েছে বলে দাবি ট্রাম্পের। তাঁর এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। (Donald Trump)
শুক্রবার ফের শুল্ক নিয়ে ভারতকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, “ভারত আমাদের কাছ থেকে প্রচুর টাকা শুল্ক নেয়। ভারতে কিছু বিক্রির উপায় নেই…এখন সমঝোতায় রাজি হয়েছে। শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ এতদিন যা করেছে ওরা, শেষ পর্যন্ত কেউ ওদের মুখোশ খুলে দিল।” ভারত আমেরিকার পণ্যের উপর বসানো শুল্ক কমাতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। (US-India Tariff War)
ট্রাম্প আরও বলেন, “বহু দেশই আমাদের লুটে নিয়েছে। এবার সেটা বন্ধ হল। প্রথম দফাতেও বন্ধ করেছিলাম, এখনও বন্ধ করছি। অন্য়ায় হয়েছে আমাদের সঙ্গে। বাণিজ্যিক ক্ষিত্রেই হোক বা অর্থনৈতিক, প্রত্যেক দেশ আমাদের লুটেছে। কানাডা, মেক্সিকো, ভারত। ভারতে তো ব্যবসাই করা যায় না। এখন শুল্ক অনেকটাই কমাতে রাজি হয়েছে ওরা। চিন এবং ইউরোপিয়ান ইউনিয়নও আমেরিকার থেকে ফায়দা তুলেছে। এখন আমেরিকা অনেক মজবুত। আগের মতো আর লুঠ চালানো যাবে না।”
#WATCH | Washington, DC: US President Donald Trump says, “…India charges us massive tariffs. Massive. You can’t even sell anything in India…They have agreed, by the way; they want to cut their tariffs way down now because somebody is finally exposing them for what they have… pic.twitter.com/XwytKPli48
— ANI (@ANI) March 7, 2025
ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত, ধনকুবের ইলন মাস্ক ভারতের বাজারে টেসলা গাড়ি নিয়ে হাজির হতে চলেছেন। ভারতের বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার হাসিল করাই লক্ষ্য মাস্কের। এই মুহূর্তে বিদেশি গাড়ি আমদানির উপর ১১০ শতাংশ শুল্ক আদায় করে ভারত। বরাবরই এর বিরুদ্ধে সরব ছিলেন মাস্ক। উচ্চ শুল্কের জন্যই এতদিন বিমুখ ছিলেন তিনি। ভারতই পৃথিবীর তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার।
দ্বিতীয় দফায় আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই এই চড়া শুল্ক নিয়ে ভারত এবং অন্য দেশগুলিকে আক্রমণ করতে শুরু করেন ট্রাম্প। শুল্কের পাল্টা শুল্ক ঘোষণা করে সাড়া ফেলে দেন তিনি। শুল্ক নিয়ে কার্যত যুদ্ধের পরিস্থিতি দেখা দিয়েছে ভারত এবং চিনের মধ্যে। ভারত যদিও অনেক আগেই, নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগেই বাজেটে আমেরিকার মোটর সাইকেল এবং সুরার উপর থেকে শুল্ক অনেকটা কমিয়ে আনে। ট্রাম্পের দাবি, অন্যান্য পণ্যের উপরও শুল্ক কমাতে রাজি হয়েছে দিল্লি।
আরও দেখুন