জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাগের মাথায় করা ভুল কখনও শোধরানো যায় না। তাই নিজের রাগকে সবসময় নিয়ন্ত্রন করা উচিত। ৪৮ বছর বয়সী এক মার্কিন মহিলা রাগের বশবর্তী হয়ে ঘটালেন এক মর্মান্তিক ঘটনা। জেনিফার নামে মার্কিন মহিলার ওজন ১৫৫ কেজি। জেনিফার বসে পড়েন নিজের ১০ বছরের ছোট্ট ছেলে লেভি স্টিভেনসের উপরে! এবং টানা প্রায় ৫ মিনিট ধরে বসেই থাকেন তার ওপর। ভাবছেন এমন কাজ তিনি কেন করলেন? জানলে হতবাক হয়ে যাবেন। তিনি চেয়েছিলেন তাঁর ছেলেকে শাস্তি দিতে আর এই শাস্তিই তাঁর জীবনেই নামিয়ে এনেছে কালো ছায়া।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
নিজের ১০ বছরের ছেলেকে শাস্তি দিতে গিয়ে নিজেই তার প্রাণই কেড়ে নিলেন মা। তার ১৫৫ কেজি ওজন নিয়ে বসে পড়েন ছেলের পেটের উপর আর তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। সেই চাপেই মারা গেছে এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ানায়, গত বছরের এপ্রিল মাসে।
লেভি দীর্ঘক্ষণ সময় ধরে নিখোঁজ থাকে। তাকে জেনিফার তন্যতন্য করেও খুঁজে পায় না। অবশেষে জেনিফার তার খোঁজ পায় তাদেরই এক প্রতিবেশীর বাড়িতে। এই কাডজের জন্যই তার মাথায় দাউদাউ করে আগু জ্বলে ওঠে এবং তাকে শাস্তি দিতেই নিজের চেহারার কথা ভুলে বসে পড়েন তার ছেলের ওপরই।
আরও পড়ুন: Bangladesh: প্রাথমিক স্কুলে কোচিংয়ে নিষেধাজ্ঞা জারি সরকারের!
এই ঘটনা ঘটার পরই ভালপারাইসোর একটি বাড়ি থেকে পুলিসের কাছে ফোন যায় এবং তাদের জানানো হয় যে ডাকোটা লেভি স্টিভেন্স নামের একটি শিশু আর শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না এবং তার নাড়িও পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি পুলিস ঘটনাস্থলে চলে আসেন এবং শিশুটির ঘাড়ের নীচের অংশে এবং বুকে আঘাতের চিহ্ন দেখতে পান। তারা ছেলেটিকে বাঁচানোর অনেক চেষ্টাও করেন এবং তাকে দ্রুত হাসপাতালেও নিয়ে যান তারা কিন্তু সেখানেই সে মারা যায়।
হাসপাতাল জানিয়েছে, শিশুটির লিভার ও ফুসফুসে রক্তক্ষরণ হয়েছে এবং মূলত এর জন্যই লেভি মারা যায়। মামলা দায়ের পর জেনিফার আদালতে বলেন, ঘটনার দিন লেভি বাড়ি থেকে বারবার বাড়িয়ে যাচ্ছিল আর এই কারণেই তিনি চেয়েছিলেন তার ছেলেকে এবার ধরে রাখবেন। যদিও লেভি বারবার তাকে আটকায়। এই জন্য তারা দু’জনই মাটিটে পড়ে যায় এবং এর ফলে জেনিফার প্রচুর পরিমাণে রাগা যায়। তখনই হঠকারিতার মধ্যে এমন সিদ্ধান্ত নেয়। জেনিফার, লেভির পেটের ওপর বসে থাকার সময় লেভি ৫ মিনিট ধরে প্রচুর ছটফট করে অবশেষে নড়াচড়া বন্ধ করে দেয়। তখন জেনিফার ভাবেন, লেভি বদমাইসি করেই এমন চুপ করে মেঝেতে পড়ে আছে। কিন্তু দেখেন চোখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং এতেই ভয় পেয়ে যান জেনিফার। উইলসন সিপিআর দেওয়া শুরপ করেন এবং তিনিই পুলিসে খবর দেন।
আরও পড়ুন: Bangladesh: ঢাকায় ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ!
একজন প্রতিবেশী পুলিসকে জানায়, এই ঘটনার মাত্র ৩০ মিনিট আগেই, লেভি তাঁর বাড়িতে দৌড়ে এসে জিজ্ঞাসা করেছিল, যে সে তাকে দত্তক নিতে পারবে কিনা। সেই সময়ও তার মুখে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। আর তারপরেই ঘটে এনম এক মর্মান্তিক ঘটনা।
ময়না তদন্তের রিপোর্ট অনুসারে, লেভির উচ্চতা ৪ফুট ১০ ইঞ্চি, এবং ওজন মাত্র ৪০ কেজি। তাঁর মায়ের উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন ১৫৫ কেজি। এই বছরের শুরুতেই এই নির্মম ঘটনার জন্য জেনিফারের বিরুদ্ধে ৬ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে শীর্ষ আদালত। বর্তমানে জেনিফার ৬ বছরের কারাদণ্ডে দন্ডিত। তার ঠাঁই এমন শ্রীঘরেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours