# Tags
#Blog

৪ বছরের সমুদ্রযাত্রা, একেবারে ট্রাম্প-বিদায়ে দেশে ফেরা, আমেরিকায় বেড়ানোর নয়া প্যাকেজ

৪ বছরের সমুদ্রযাত্রা, একেবারে ট্রাম্প-বিদায়ে দেশে ফেরা, আমেরিকায় বেড়ানোর নয়া প্যাকেজ
Listen to this article


ওয়াশিংটন: বিপুল ভোটে জয়ী হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে হলিউড তারকাদের অনেকেই দেশ ছাড়ার কথা জানিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ, ট্রাম্পকে দ্বিতীয় বার প্রেসিডেন্ট দেখায় ঘর আপত্তি যাঁদের, তাঁদের কী হবে? সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির একটি প্রমোদতরী সংস্থা। চার বছরব্যাপী সমুদ্রযাত্রার প্রকল্প এনেছে তারা। একবার জাহাজে উঠে পড়লেই হল, দেশে ফেরা চার বছর পর, ট্রাম্পের শাসন শেষ হলে। (Donald Trump Presidency)

আন্তর্জাতিক Fortune পত্রিকা জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডার সংস্থা Villa Vie Residences. ট্রাম্প দ্বিতীয় বার জয়ী হওয়ার পর চার বছরের সমুদ্রযাত্রার প্যাকেজ এনেছে তারা। একবার উঠে পড়লেই হল। আগামী চার বছর জলপথে পৃথিবীর সর্বত্র ভ্রমণের সুযোগ মিলবে। সব সেরে যখন ঘরে ফিরবেন, ততদিনে বিদায় ঘটে যাবে ট্রাম্পের। ফলে দ্বিতীয় বার ট্রাম্প সরকারকে ক্ষমতায় দেখতে হবে না ইচ্ছুক যাত্রীদের। (Skip Forward Cruise Package)

ওই সংস্থার তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, সেই অনুযায়ী, প্যাকেজের মূল আকর্ষণই হল, আগামী চার বছর ট্রাম্পকে সরকারে দেখতে হবে না। বিলাসবহুল সমুদ্রযাত্রার অভিজ্ঞতা হবে যাত্রীদের। পৃথিবীর সর্বত্র ঘোরা হয়ে যাবে। নিজেদের পছন্দ মতো সূচিও বানিয়ে নিতে পারবেন যাত্রীরা। যে কোনও জায়গা থেকে উঠতে পারবেন জাহাজে। একেবারে চার বছর পর, ট্রাম্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই দেশে ফেরানো হবে। 

এই প্যাকেজের জন্য যদিও মোটা টাকা খরচ করতে হবে যাত্রীদের। একবারেই জমা দিতে হবে টাকা। কারও সঙ্গে ভাগাভাগি করে একটি ঘরে থাকলে দিতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা)। একা একটি ঘরে থাকতে ২ লক্ষ ৫৫ হাজার ৯৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ১৬ লক্ষ টাকা) দিতে হবে।

এই প্যাকেজের নাম রাখা হয়েছে ‘Skip Forward’, অর্থাৎ চার বছর পার করে দেশে ফেরা। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল, ভিন্ন মতাদর্শের মানুষ জন সকলেই এই প্রমোদতরীতে উঠতে পারেন। ট্রাম্প বিজয়ী হওয়ার পর যদিও এই প্যাকেজের সূচনা, কিন্তু প্রমোদতরী সংস্থার দাবি, কোনও রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে নেই তারা। মানুষ যাতে অভিনব অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন, তা-ই একমাত্র লক্ষ্য। ট্রাম্প জেতার অনেক আগেই এই প্যাকেজ ঠিক হয়ে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে। বলা হয়েছে, ফলাফল যা-ই হোক না কেন, তা বহু মানুষের মনঃপুত হবে না আঁচ করেই এই ভাবনা আসে। 

দীর্ঘ চার বছর সমুদ্রয়াত্রায় আপত্তি থাকলে ‘এসকেপ ফ্রম রিয়্যালিটি’ প্যাকেজের আওতায় এক বছরের জন্যও বেরিয়ে পড়তে পারেন লোকজন। দু’বছরব্যাপী ‘মিড-টার্ম সিলেকশন’ সমুদ্রযাত্রা এবং তিন বছরব্যাপী ‘এভরিহোয়্যার বাট হোম’ প্যাকেজও রয়েছে ওই সংস্থার কাছে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal