Indian Immigrants | Donald Trump: ঘণ্টার পর ঘণ্টা উড়ানে একটাই মাত্র টয়লেট, ২০৫ ভারতীয়কে বোঝাই করে উড়ল মার্কিন বিমান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্ষমতায় আসার পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন ডেনাল্ড ট্রাম্প। আমেরিকায় বসাবসকারী অবৈধ ভারতীয়দের তাদের দেশে পাঠানো শুরু করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ‘অনুপ্রবেশকারী’ নীতির কোপে পড়ে সে দেশ ছাড়তে হয়েছে ২০৫ জন ভারতীয়কে। টেক্সাস থেকে তাদের নিয়ে উড়েছে একটি মার্কিন সি ১৭ মিলিটারি বিমান। গরু ছাগলের মতো করে সেই বিমানে তুলেই দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয়দের। সেই বিমানে রয়েছে একটি মাত্র টয়লেট। তাতেই চালাতে হচ্ছে প্রায় পনের ঘণ্টার জার্নি। টেক্সাসের পাশাপাশি এল পাসো, সান দিয়েগো এবং ক্যালিফোর্নিয়া থেকে ছাড়ছে অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমানগুলি।
আরও পড়ুন-রেগে বর উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল বরপক্ষ! তখনই কনে নেমে পড়লেন আসরে, তিনি যা করলেন…
আগামী সপ্তাহেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন ট্রাম্প। গত মাসেই ট্রাম্প সাংবাদিকদের সামনে মন্তব্য করেছিলেন, এই প্রথম অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের আমরা খুঁজে বের করছি ও তাদের বিমানে বোঝাই করে তাদের দেশে ফেরত পাঠাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রীর কথা টেনে ট্রাম্প মন্তব্য করেন, নরেন্দ্র মোদী বলেছিলেন, অবৈধ অভিবাসীদের নিয়ে যা ঠিক সেটাই তারা করবেন। ব্লুমবার্গার একটি রিপোর্ট বলছে আমেরিকা ও ভারত ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে যারা অবৈধভাবে আমেরিকায় ঢুকেছে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ভারত অবৈধ অনু্রবেশের বিরুদ্ধে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সম্প্রতি বলেন, শুধু আমেরিকাতেই নয়, বিশ্বের যে কোনও দেশে যারা উপযুক্ত প্রমাণপত্র ছাড়া সেখানে বসবাস করছেন তাদের ফেরত নেওয়া হবে। তবে তাদের সম্পর্কে উপযুক্ত নথি দিতে হবে যাতে বোঝা যায় তারা প্রকৃত ভারতীয়।
অন্যদিকে, ভারতে আমেরিকার হাইকমিশনের এর আধিকারিক বলেন, আমেরিকার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, অভিবাসী আইন শক্তিশালী করা হচ্ছে, অভৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কোনও ঝুঁকি নেবে না আমেরিকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)