# Tags
#Blog

WATCH | Urvashi Rautela-Rishabh Pant: ‘গোপন কথাটি রবে না গোপনে’! ঊর্বশী-ঋভষের কয়েক সেকেন্ডের ভিডিয়ো, খেলা হয়ে গেল…

WATCH | Urvashi Rautela-Rishabh Pant: ‘গোপন কথাটি রবে না গোপনে’! ঊর্বশী-ঋভষের কয়েক সেকেন্ডের ভিডিয়ো, খেলা হয়ে গেল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। পারথে প্রথম টেস্টে ঋষভ পন্থ (Rishabh Pant) সেভাবে ছাপ ফেলতে পারেননি। ৩৭ রান করেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ১ রান। তবে ঋষভ খবরে এসেছেন আইপিএল নিলামে (IPL 2025 Auction)। সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। ২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা ঋষভ বিক্রি হলেন ১৩ গুনেরও বেশি দামে! লিগের ইতিহাসে তিনিই সবচেয়ে দামী ক্রিকেটার। তবে এবার ঋষভের সঙ্গে নাম জুড়ল ফের ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela-Rishabh Pant)। বছর দুয়েক আগে মডেল-নায়িকার সঙ্গে স্টার ক্রিকেটারের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। 

আরও পড়ুন: মাঠ মাতিয়েও আজ UNSOLD! ১০ দল ফিরেও তাকায়নি এই ৫ মহাতারকার দিকে, কেন এই বেহাল দশা?

সম্প্রতি ঊর্বশী এক পডকাস্টে এসেছিলেন, সেখানে তাঁকে সঞ্চালিকা প্রশ্ন করেছিলেন যে, ঋষভের জন্য় তিনি কী হ্য়াশট্য়াগ দিতে চান? যা শুনে প্রাক্তন মিস ডিভা ইউনিভার্স বলেন, All the best for Australia! ঊর্বশী এরপর মিষ্টি করেই হেসেছেন। এই ভিডিয়ো এখন ভাইরাল হয়ে গিয়েছে। শোনা যায় একসময়ে নাকি ঋষভ-ঊর্বশী ডেটও করেছেন। ঋষভ জীবনে এগিয়ে গেলেও,  ঊর্বশী নাকি তাঁকে এখনও ভুলতে পারেননি। 

এবার আসা যাক ঋষভের কথায়, দিল্লি নিলামের আগে ধরে রেখেছিল অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে। দিল্লি ছেড়ে দেয় তাদের অধিনায়ক পন্থকে দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ নিজেকে তুলেছিলেন নিলামে। তাঁকে নেওয়ার জন্য় যে ঝড় উঠবে তা আগেই জানা গিয়েছিল, ক্রিকেটের যে কোনও সংস্করণেই ঋষভ আগুনে পারফর্মার। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ব্য়াট হাতে ও উইকেটের পিছনে তিনি নিজেই আজ বিরাট নাম। তবে তাঁকে নিতে যে কোনও দল ২৭ কোটি খরচ করবে, তা কেউ ভাবেননি! গতবছর কেকেআর মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। স্টার্ক এতদিন পর্যন্ত ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু সেই তকমা এখন পন্থের। আইপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে আজ পর্যন্ত কোনও ক্রিকেটারই এত টাকা পাননি। যা করে দেখালেন পন্থ। 

আরও পড়ুন: কেউ ২৭ কোটি তো কেউ ১৮ কোটি! সৌদিতে রাতারাতি ধনকুবের ৫ ভারতীয়

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal