জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেব তোমার, গোয়ালিয়রের এই বাসিন্দার কাহিনী তাজ্জব করবে আপনাকে। এবারের ইউপিএসসি (UPSC) পরীক্ষায় ৬২৯ তম স্থান অর্জন করেছেন দেব। কিন্তু তার এই সাফল্যের পেছনে যে গল্প তিনি শোনালেন তাতেই স্তম্ভিত অনেকে। এতদিন নেদারল্যান্ডসের ফিলিপসের সদর দফতরে একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। বার্ষিক বেতন ছিল ৮৮ লক্ষ টাকা।
আরও পড়ুন, FACT CHECK | Pahalgam Terror Attack | Navy Officer Last Video: ভূস্বর্গে হানিমুন! শাহরুখ-পোজে রিলস নববধূর সঙ্গে, তারপরই জঙ্গিদের গুলিতে শেষ, সত্যি?
কিন্তু সেই চাকরিও হেলায় ছেড়ে ইউপিএসসি পরীক্ষা দেন দেব। এই দেব তোমার বলেন, ‘লোকে বলত আমার দাদু চম্বলের একজন ডাকাত ছিলেন, আর আমি কখনওই কিছুর যোগ্য হতে পারব না। কিন্তু আজ, আমি আমার শেষ প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং তাতে গর্বিত।’ প্রসঙ্গত, এই IIT স্নাতক, চাকরি চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ২০১৯ সালে UPSC-এর জন্য প্রস্তুতি শুরু করেছিলেন।
দেবের দাদু রামগোবিন্দ সিং তোমার একসময় চম্বলের দুর্গম অঞ্চলে ডাকাতিতে জড়িয়ে পড়েন। কিন্তু দেবের বাবা বলবীর সিং তোমার শিক্ষাজীবন শুরু করার পর পরিস্থিতি বদলে যায়। সংস্কৃতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অবশেষে একজন স্কুলের অধ্যক্ষ হন। তার বাবার উৎসাহই দেবকে উচ্চশিক্ষা অর্জন এবং তার শিকড়ের সঙ্গে গর্বিত হতে অনুপ্রাণিত করে। দেব তার সাফল্যের পুরো কৃতিত্ব তার বাবা-মাকে দেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, এটিই তার শেষ প্রচেষ্টা, আগের বছরগুলিতে তিনবার ইন্টারভিউ পর্বে পৌঁছেছেন তিনি। পরিবারের সদস্যরা প্রায়ই জিজ্ঞাসা করতেন যে এবার যদি তিনি না পারেন, তাহলে তার ব্যাকআপ প্ল্যান কী, কিন্তু দেব স্বীকার করেন যে তার কখনও এমন কোনও পরিকল্পনা ছিল না – তার সম্পূর্ণ মনোযোগ ছিল UPSC-এর উপর।
আরও পড়ুন, Pahalgam Attack Similarity with Hamas: পহেলগাঁওয়ে পর্যটক হত্যালীলা, ইজরায়েলে হামাসের গণহত্যা! ভয়ংকর অদ্ভূত মিল…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)