<p>ABP Ananda Live: পথে ত্রিপল টাঙিয়ে সরস্বতী বন্দনা। পথেই প্রসাদ বিলি। ধর্মতলায়, আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনা করলেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁদের আন্দোলন পড়েছে ৭৭৪ তম দিনে।সরস্বতী পুজো, এই দিনটা তাঁদের জন্য় অনেকটাই আলাদা হতে পারত…। স্কুলে ব্য়স্ততা, প্রসাদ বিতরণ পড়ুয়াদের মাঝে কাটানোর কথা ছিল…।সেই জায়গায় এই ভাবে বাণী-বন্দনা করতে হচ্ছে! খোলা রাস্তায়… ত্রিপল পেতে….।ধর্মতলায়, আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনার আয়োজন করেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে, মাতঙ্গিনী মূর্তি নীচে আন্দোলন করছেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১৪ হাজার ৫২টি শূন্য়পদ পূরণ করতে হবে। ইতিমধ্য়েই ৩ টি কাউন্সেলিংয়ে পূরণ হয়েছে ১২ হাজার ৬৮ শূন্য়পদ। বাকি ১ হাজার ৮৯৮ শূন্য়পদেও অবিলম্বে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। </p>
Source link
ধর্মতলায়, আন্দোলন মঞ্চেই বাগদেবীর আরাধনা করলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

+ There are no comments
Add yours