UPI Payment: বিদেশে বেড়াতে গিয়ে আর পকেট হাতড়াতে হবে না! GPay বা PhonePe-ই করুন..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লেনদেন এখন আর দ্রুত, নিরাপদ ও সহজতর। ভারতের আর্থিক ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে ‘ডিজিটাল পেমেন্ট’। এই পরিবর্তনের প্রধানচালিকা শক্তি ইউপিআই(UPI)। সেই ইউপিআইয়ের আওতায় এবার নেপাল ও নেপাল! ফলে বিদেশ ভ্রমণে ডিজিটাল লেন আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে।
আরও পড়ুন: Salt Vastu: এক চিমটে নুন জীবনে যে কী অপ্রত্যাশিত ম্যাজিক ঘটিয়ে ফেলতে পারে, শুনলে বিস্মিত হবেন! শুধু জানতে হবে ছোট্ট কিছু…
নেপাল তো বটেই, পর্যটনকেন্দ্র হিসেবে ভূটানের জনপ্রিয়তাও কম নয়। গত বছরে ভারত থেকেই সবচেয়ে পর্যটক গিয়েছিলেন নেপালে। কত? ২ লক্ষ ৯৩ হাজার। দুটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদানের নিরিখে যা সাধারণ ঘটনা। স্রেফ তীর্থযাত্রা বা পর্যটন নয়, সীমান্ত লাগোয়া বাজারে অনেকে পণ্য বিনিময়ও করেন অনেকেই। এই পরিস্থিতিতে সীমান্তের ওপারে ইউপিআইয়ের গ্রহণযোগ্যতা ভ্রমণ ও বাণিজ্যের নয়া দিগন্ত খুলে দেবে।
কীভাবে? বিদেশে নগদ টাকা নিয়ে যাওয়ার ঝুঁকি যেমন কমবে, তেমনি লেনদেন হবে সুরক্ষিত। ভারতীয়রা ভীম, গুগল পে, ফোনপে, পেটিএম মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করে নেপালের মোবাইল পেমেন্ট নেটওয়ার্ক FonePay মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। ভূটানের ক্ষেত্রে রয়্যাল মনিটারি অথরিটি (RMA) সঙ্গে যুক্ত হতে হবে।
বিদেশে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন
—
আপনার ইউপিআই অ্যাপ খুলুন
প্রোফাইল সেকশনে যান
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং “UPI International” বা “UPI Global” অপশনটি খুঁজুন(যদি আপনার ব্যাঙ্ক সমর্থন করে)
ফিচারটি সক্রিয় করুন
প্রয়োজনে বৈধতার সময়সীমা নির্ধারণ করুন এবং আপনার ইউপিআই পিন প্রবেশ করান।
নেপাল ও ভুটানের জনপ্রিয় গন্তব্যগুলিতে ইউপিআই ব্যবহার করুন
প্রথম দেশ হিসেবে ভারতের ইউপিআই গ্রহণ করেছে নেপাল। সেখানকার নির্বাচিত FonePay ব্যবহারকারী ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্ট করতে পারেন ভারতীয় গ্রাহকরা। কোন কোনও জায়গা মিলবে এই সুবিধা? লুম্বিনি মঠ এলাকা, চিতওয়ান, ঝাপা, পশুপতিনাথ মন্দির, ভাটভাটেনি খুচরা চেইনের মতো জায়গায়।
বাদ নেই ভুটানও। সেখানে Royal Monetary Authority (RMA)-ব্যবহারকারী ব্যবসায়ীদের মাধ্যমে ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। থিম্পুর মার্কেটে কেনাকাটা, এমনকী হোটেলেও রিচিত ইউপিআই অ্যাপগুলির নগদবিহীন ও নিরাপদ লেনদেন করতে পারবেন ভারতীয় পর্যটকরা।
NPCI-এর আন্তর্জাতিক শাখা NPCI International Payments Limited (NIPL), এখন পর্যন্ত সাতটি দেশে ইউপিআই গ্রহণযোগ্যতা সক্রিয় করেছে। শ্রীলঙ্কা, মরিশাস, ফ্রান্স (নির্বাচিত ব্যবসায়ী), সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সিঙ্গাপুর । যত বেশি মানুষ ও ব্যবসা ইউপিআই গ্রহণ করবে, ততই কম ক্যাশ ব্যবস্থার সুবিধাগুলি—কার্যকারিতা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তি—আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে, যা আমাদের একটি পূর্ণরূপে সঞ্চালনযোগ্য বিশ্বব্যাপী পেমেন্ট নেটওয়ার্কের দিকে নিয়ে যাবে।
আরও পড়ুন: WhatsApp New Rule: আর দেখা যাবে না ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচারস, তাহলে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)