NOW READING:
কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই ‘জীবিত’ হয়ে ফিরলেন ‘পদপিষ্ট’ হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে ‘ছিলিম’ টে
February 17, 2025

কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই ‘জীবিত’ হয়ে ফিরলেন ‘পদপিষ্ট’ হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে ‘ছিলিম’ টে

কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই ‘জীবিত’ হয়ে ফিরলেন ‘পদপিষ্ট’ হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে ‘ছিলিম’ টে
Listen to this article


প্রয়াগরাজ: কুম্ভের মেলায় গিয়েছিলেন। এরপর আর কোনও খবর নেই। কোটি কোটি পুণ্যার্থীদের মধ্যে খুঁজে পাওয়াও দুষ্কর ছিল। তবু যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে শেষ চেষ্টা করেছিলেন ভক্তরা। কিন্তু গুরুকে আর তাঁরা খুঁজে পাননি। বরং কানে এসেছিল যে ওই সময়ে পদদলিত হয়ে মারা যান তাঁদের গুরুদেব।                                      

এই খবর কানে আসতেই শোকের ছায়া নামে ভক্তদের মধ্যে। তবে কুম্ভে মৃত্যু হলে হিন্দু ধর্মমতে তাকে ‘অত্যন্ত পুণ্যের’ বলে মনে করা হয়। সেই মতো গুরুদেবের ১৩ দিনের কাজ শেষ করে শ্রাদ্ধের আয়োজন করে ভক্তবৃন্দ। সেই দিনই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছিল, ২৯ জানুয়ারি কুম্ভমেলায় পদদলিত হওয়ার পর খুন্তি গুরুকে মৃত ঘোষণা করা হয়েছিল।                                             

এদিকে, যখন তাঁর শ্রাদ্ধের কাজ হচ্ছিল সেই সময় দেখা যায় তিনি রিকশা থেকে নামছেন। তাঁকে দেখে সবাই হতবাক, কেউ কেউ ভূত দেখার মতোও চমকান। এসে তাঁরই শ্রাদ্ধের কাজ হচ্ছে দেখে জিজ্ঞেসও করেন, ‘একী হচ্ছে এখানে?’ টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২ সপ্তাহ পরে ফিরে আসেন তিনি। তিনি জানতেনও না যে ইতিমধ্যেই তার আত্মার সম্মানে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে। y

আরও পড়ুন, প্রেমিকার বুদ্ধিতেই মহাকুম্ভে বিরাট লাভ! সাধুদের নিমের দাঁতন বেচে ৪০ হাজার আয় যুবকের!

ওই গুরুর কথায়, ওই সময়ে তিনি কুম্ভ মেলায় উপস্থিত সাধুদের সঙ্গে ছিলিম  টানতে ব্যস্ত ছিলেন। সেই কারণে তার সময়ের হিসেব সব গুলিয়ে যায়। ২৮ জানুয়ারী সন্ধ্যায় তিনি কুম্ভে যান। সেই সময় বাকিদের বলে গিয়েছিলেন যে তিনি মৌনী অমাবস্যায় সঙ্গমে স্নান করতে যাচ্ছেন। 

এরপর দিনই পদপিষ্ট হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। এরপর খুজেও যখন তার প্রমাণ পাওয়া যায় না, তখন সকলে ধরেই নেয় যে তিনি নিশ্চয়ই পদদলিত হয়ে মারা গিয়েছেন। যখন তল্লাশি অভিযানের পরেও গুরুকে খুঁজে পাওয়া গেল না, তখন ভক্তরা রীতি অনুসারে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন



Source link