জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেসবুকে আলাপ। আর সেই আলাপ-ই হল কাল! সুন্দরী ‘নেহার’ ফাঁদে পা দিয়ে ভারতের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার দায়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিস। ধৃতের নাম রবীন্দ্র কুমার। আগ্রা থেকে তাঁকে গ্রেফতার করে এটিস। তাংর বিরুদ্ধে পাক এজেন্টের সঙ্গে ভারতের গোপন সামরিক তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগ রয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এটিএস সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র কুমার ফিরোজাবাদের হযরতপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করতেন। গুরুত্বপূর্ণ নথিপত্র তাঁর আওতায় ছিল। তদন্তে দেখা গিয়েছে যে তিনি বিভিন্ন গোপন তথ্য, যেমন দৈনিক উৎপাদন, গোপন চিঠিপত্র, ড্রোন ও গগনযান প্রকল্প সম্পর্কে বিশদ বিবরণ ‘নেহা শর্মা’ নামে এক মহিলার সঙ্গে শেয়ার করেন। যিনি নাকি আইএসআই-এর জন্য কাজ করেন।
এই নেহা শর্মা আসলে ফেসবুকে হানি ট্র্যাপ পেতে রবীন্দ্র কুমারকে জালে ফেলে। গত বছর ফেসবুকের মাধ্যমে রবীন্দ্র কুমারের সঙ্গে আলাপ হয় নেহা শর্মার। তারপরই রবীন্দ্র কুমারের কাছ থেকে তথ্য আদায় শুরু। তদন্তকারীদের হাতে এসেছে, রবীন্দ্র কুমারের গোপন চ্যাট। তাদের চ্যাট লুকানোর জন্য ওই মহিলার নম্বর “চন্দন স্টোর কিপার ২” নামে ফোনে সেভ করেছিলেন রবীন্দ্র। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপে গোপন নথি পাঠানোর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, Actresses Involved in Sex Racket: হোটেলে দেহব্যবসা মুম্বইয়ের ৪ উঠতি অভিনেত্রীর! খবর পেয়ে পুলিস গিয়ে দেখে…
Watch Shocking Video | Elderly man beaten to death: WATCH | দোকানের সামনে বসতে মানা, ওপেন হার্ট সার্জারি হওয়া প্রৌঢ়কে পিটিয়ে মারল যুবকের দল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)