জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে করলেই সাতখুন মাফ! ছত্তীসগড হাই কোর্টের পর্যবেক্ষণ, ‘স্ত্রীর সঙ্গে যদি জোর করেও অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হন, তাহলেও স্বামীর অপরাধ করে না। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যায় না’।
আরও পড়ুন: Budget 2025: বাংলার বরাদ্দ নিয়ে মিথ্যে বলছেন অর্থমন্ত্রী, হিসেব দিয়ে নির্মলাকে পাল্টা তৃণমূলের
বিচারপতি নরেন্দ্র কুমার ব্য়াসের সিঙ্গল বেঞ্চের মতে, ‘স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে ক্ষেত্রে স্ত্রী সম্মতি গুরুত্বপূর্ণ নয়’। কেন? আদালতের ব্য়াখ্যা, ‘স্ত্রী বয়স যদি ১৫ বছরের কম না হয়, সেক্ষেত্রে স্ত্রীর সঙ্গে স্বামীর কোনওধরনের যৌনতাকেই ধর্ষণ বলা যায় না। সেই হিসেবেই অপ্রাকৃতিক যৌনতার ক্ষেত্রে স্ত্রীর সম্মতিরও গুরুত্ব থাকে না। অতএব অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ মামলার বৈধতা নেই’।
ঘটনার সূত্রপাত প্রায় ৮ বছর আগে। ২০১৭ সালে ডিসেম্বরে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে এক ব্য়ক্তির বিরুদ্ধে। এরপর স্ত্রী এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষপর্যন্ত মারাও যান। মৃত্য়ুকালীন জবানবন্দিতে ওই মহিলা জানান, তাঁর সঙ্গে জোর করে যৌনতায় লিপ্ত হয়েছিল স্বামী। সেই মামলাতেই আদালত জানিয়ে দিল, স্ত্রীর বয়স পনেরোর কম না হয়, তাহলে স্বামী-স্ত্রীর যৌনতাকে ধর্ষণ বলা যায় না। যদি তাতে স্ত্রী সম্মতি নাও থাকে!
আরও পড়ুন: JK Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর সেক্টর, ছিন্নবিচ্ছিন্ন ২ সেনা জওয়ান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)