নয়াদিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনের।খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের অগাস্টের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে হবে।হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য থানায় হামলা চালিয়েছে উন্মত্ত জনতা পুলিশ আধিকারিকদের পিটিয়ে মারা হয়েছে। আওয়ামি লিগের নেতা, কর্মীরা আক্রান্ত হয়েছেন। হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন’, জুলাই অভ্যুত্থানের মহিলা আন্দোলনকারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামি লিগ, রিপোর্টে উল্লেখ।
আরও পড়ুন, বাংলাদেশে একের পর এক স্মৃতি ধ্বংস মুজিবের, বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিস পরম যত্নে রক্ষা কলকাতায়
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন