NOW READING:
SEBI Chairman: সরলেন ‘বিতর্কিত’ মাধবী, SEBI চেয়ারম্যান এবার তুহিনকান্ত
February 28, 2025

SEBI Chairman: সরলেন ‘বিতর্কিত’ মাধবী, SEBI চেয়ারম্যান এবার তুহিনকান্ত

SEBI Chairman: সরলেন ‘বিতর্কিত’ মাধবী, SEBI চেয়ারম্যান এবার তুহিনকান্ত
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হল অর্থ সচিব তুহিনকান্ত পান্ডেকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার তুহিনকান্তকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই পদে নিযুক্ত করল। এর আগে তুহিনকান্ত কেন্দ্র সরকারের অর্থসচিব পদে ছিলেন।

উল্লেখ্য, সেবির বর্তমান চেয়ারম্যান মাধবী পুরী বুচের মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি।  ২০২২ সালের ২ মার্চ প্রথম মহিলা হিসাবে সেবির শীর্ষ পদে আসীন হয়েছিলেন মাধবী। চেয়ারম্যান থাকাকালীন একাধিক বির্তকে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বিদেশি তহবিলে তিনি বিনিয়োগ করেছেন বলে অভিযোগ করেছিল ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। এছাড়া সেবি-র আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।

মাধবীর মেয়াদ শেষ হতে না হতেই এই পদে নিযুক্ত হলেন তুহিনকান্ত। ১৯৮৭ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার তুহিনকান্ত পান্ডে। চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

আরও পড়ুন:Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল! প্রভাব বাংলা-বিহারেও…

প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে তুহিনকান্ত পান্ডে কেন্দ্রীয় সরকার এবং ওড়িশা রাজ্য সরকারের শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন, যার মধ্যে রয়েছে পরিকল্পনা কমিশনের (বর্তমানে নীতি আয়োগ), মন্ত্রিপরিষদ সচিবালয়ের যুগ্ম সচিব এবং কেন্দ্রের বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।

ওড়িশায়, পান্ডে পূর্বে রাজ্য সরকারের স্বাস্থ্য, সাধারণ প্রশাসন, বাণিজ্যিক কর, পরিবহন এবং অর্থ বিভাগের প্রধান ছিলেন, পাশাপাশি তিনি ওড়িশা রাজ্য অর্থ কর্পোরেশনের নির্বাহী পরিচালক এবং ওড়িশা ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে, তুহিন কান্ত পান্ডে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের সচিব এবং অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ (DIPAM), পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ (DPE) এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব ছিলেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link