NOW READING:
Mahakumbh Bound Train vandalism: মহাকুম্ভগামী ট্রেনে উঠতে পারেনি! তুলকালাম কাণ্ড বিহারে, এসি কামরায় কাচ ভাঙচুর…
February 11, 2025

Mahakumbh Bound Train vandalism: মহাকুম্ভগামী ট্রেনে উঠতে পারেনি! তুলকালাম কাণ্ড বিহারে, এসি কামরায় কাচ ভাঙচুর…

Mahakumbh Bound Train vandalism: মহাকুম্ভগামী ট্রেনে উঠতে পারেনি! তুলকালাম কাণ্ড বিহারে, এসি কামরায় কাচ ভাঙচুর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে যাওয়ার হিড়িক এখনও কমেনি। একের পর এক চমকে ওঠার মতো ঘটনা ঘটেই চলেছে এই সময়ে। এবার মহাকুম্ভগামী ট্রেনে তুলকালাম কাণ্ড। ট্রেনে উঠতে না পেরে সংরক্ষিত এসি কামরার কাচ ভেঙে ফেললেন বিক্ষুব্ধ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনী স্টেশনে। স্বতন্ত্রতা সেনানি সুপার ফাস্ট এক্সপ্রেস সোমবার মধুবনী স্টেশনে পৌঁছতেই শুরু হয় সমস্যা। 

আরও পড়ুন, World’s Longest Traffic Jam in Maha Kumbh: বিশ্বের দীর্ঘতম যানজট? ৩০০ কিমি লম্বা জ্যামে টানা দু’দিন আটকে হাজার-হাজার গাড়ি, লক্ষ-লক্ষ মানুষ…

বিহারের মধুবনি স্টেশনে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ওঠার সময়ে কামরার দরজা না খোলায় বেজায় চটে যান যাত্রীরা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা ভাঙচুর চালান কামরায়। ভেঙে দেওয়া হয় AC কোচের কাচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ফুটেজে দেখা যাচ্ছে, পাথর ছোড়ার ফলে ট্রেনের জানালার কাচ ভেঙে যায় এবং সেটি ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের ওপর পড়তে থাকে। এই ঘটনায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

বিহারের মধুবনী স্টেশন ছেড়ে ট্রেনটি এগিয়ে গেলেও বিশৃঙ্খলার অবসান ঘটেনি। মধুবনী ও দ্বারভাঙ্গার মাঝামাঝি ট্রেনটিকে নিশানা করা হয়। এই আবহে ১২৫৬১ নম্বর ট্রেনের এম১ থেকে বি৫ এবং এ১ পর্যন্ত কামরায় জানালা ভাঙচুর করা হয়। জানালা ভাঙার পর যাত্রীরা সমস্তিপুর স্টেশনে জানালা দিয়ে এসি কামরায় প্রবেশ করার জন্য চেষ্টা করতে থাকে। তবে, এই ধরনের ঘটনা শুধু বিহারেই নয়, মধ্যপ্রদেশেও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসি কামরার জানলার কাচে পাথর ছুঁড়তে থাকেন যাত্রীরা। ফলে, ট্রেনের বাইরে, ভিতরে দু’ জায়গাতেই অশান্তি ছড়িয়ে পড়ে।  ভাঙচুরের ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার একটিতে দেখা গিয়েছে, জানলার ধারে বসে ছিলেন এক যাত্রী, ভাঙচুরের সময় তিনি চিৎকার করছেন আতঙ্কে।

 

 

আরও পড়ুন, Share Market Crash | Donald Trump: ট্রাম্পের হুঙ্কারে হাহাকার ভারতের বাজারে, মাত্র ৪ ঘণ্টায় পুড়ে ছাই ১০ লক্ষ কোটি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link