NOW READING:
WATCH | Who Is Umar Nazir Mir | Ranji Trophy 2024-25: উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, আগুন ঝরালেন আরব সাগরের তীরে! রোহিত-রাহানে-দুবের শিকারি কে?
January 23, 2025

WATCH | Who Is Umar Nazir Mir | Ranji Trophy 2024-25: উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, আগুন ঝরালেন আরব সাগরের তীরে! রোহিত-রাহানে-দুবের শিকারি কে?

WATCH | Who Is Umar Nazir Mir | Ranji Trophy 2024-25: উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, আগুন ঝরালেন আরব সাগরের তীরে! রোহিত-রাহানে-দুবের শিকারি কে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উচ্চতা তাঁর ৬ফুট ৪ ইঞ্চি। কাশ্মীরের পেস তারকা তিনি। রঞ্জি ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে খুব একটা সুখকর হলেন না তিনি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিত মাত্র ৩ রানে আউট হয়ে ফিরে যান। ২৩ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পেস তারকা উমর নাজির মীরের একটি গুড লেংথয়ের ডেলিভারি পুল করতে যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু সেখানেই ভুল করে বসেন। বলটা কোমর থেকে একটু বেশি উপরে উঠে যায়। ব্যাটের কানা লেগে সহজ ক্যাচ ৩০ গজের মধ্যেই। 

রোহিতের পর হার্দিক তামোর এবং অজিঙ্কে রাহানেরও উইকেট নেন উমার। একের পর এক বাঘা বাঘা প্লেয়ারদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন উমার। এদিন মুম্বইয়ের ১২০ রানের জবাবে জম্মু-কাশ্মীর দিনের শেষে করেছে ৭ উইকেটে ১৭৪ রান। ১২০ রানে গুটিয়ে দেওয়ার নেপথ্যে রয়েছেন এই কাশ্মীরের এই ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসার। যিনি ১১ ওভারে ৪১ রানের বিনিময়ে চারটে উইকেট নিয়েছেন। তারপর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। 

আরও পড়ুন:  ‘মা-বোন তুলে গালি দিল! বলল, সোর্সের জোরেই বোর্ডে সৌরভ’, গম্ভীরকে ধুলেন মনোজ

প্রশ্ন কে এই উমর? ২০১৩ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। এখনও পর্যন্ত ৫৭টি লাল বলের ম্যাচ খেলেছেন উমর। ১৩৮টি উইকেট পেয়েছেন তিনি। রনজির চলতি মরশুমেও বেশ ভালো ফর্মেও রয়েছেন। তিন ম্যাচে ১৫টি উইকেট পেয়েছেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link