# Tags
#Blog

উচ্চশিক্ষায় বড় রদবদলের প্রস্তাব, বছরে দু’বার ভর্তি হওয়া যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে

উচ্চশিক্ষায় বড় রদবদলের প্রস্তাব, বছরে দু’বার ভর্তি হওয়া যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে
Listen to this article


কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার বড় রদবদলের খসড়া প্রস্তাব জমা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জানা যাচ্ছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার থেকে বছরে দু’বার ভর্তি হওয়া যাবে। একবার জুলাই-অগাস্ট মাসে ভর্তি হওয়া যাবে, দ্বিতীয় বার ভর্তি হওয়া যাবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। (UGC News)

উচ্চশিক্ষায় বড় ধরনের রদবদলের খসড়া প্রস্তাব জমা দিল UGC. সংস্থার চেয়ারম্যান ওই খসড়া প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। বছরে দু’বার ভর্তি ছাড়াও, প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে কলাবিভাগের পড়ুয়ারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন। অর্থাৎ উচ্চমাধ্যমিকে যে বিভাগে পড়াশোনা করেছেন, স্নাতকস্তরে সেই বিষয়ের বাইরের বিষয়ও বেছে নিতে পারেন পড়ুয়ারা। আবার স্নাতকস্তরে যে বিষয়ে পড়াশোনা করেছেন, স্নাতকোত্তর স্তরে অন্য বিষয় বেছে নেওয়া যাবে। শুধু প্রবেশিকায় উতরোলেই হবে। (Higher Education)

আরও বলা হয়েছে যে, এবার থেকে তিন-চার বছরে স্নাতকের কোর্স হবে। স্নাতকোত্তর কোর্স হবে এক বা দু’বছরে। কোর্সে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট থাকবে। Minimum Standards of Instruction for the Grant of Undergraduate Degree and Postgraduate Degree Regulations 2024 নামের ওই খসড়া প্রস্তাব জমা দিয়েছে UGC. UGC-র প্রধান মামিদালা জগদেশ কুমার বলেন, “খসড়া প্রস্তাবের মাধ্যমে ভারতে উচ্চশিক্ষার ভোলবদলই লক্ষ্য।  এতে পড়ুয়াদেরও সুবিধা হবে, সকলের অন্তর্ভুক্তির সুযোগ বাড়বে, একাধিক বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন পড়ুয়ারা।” এমনকি চাইলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে একই সঙ্গে দুই বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি।

ভর্তির ন্যূনতম যোগ্যতাও শিথিল করার প্রস্তাব দিয়েছে UGC. UGC প্রধান জানিয়েছেন, যে কোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর যদি পান পড়ুয়াকা, স্কিল ডেভলপমেন্ট, ইন্টার্নশিপ এবং অন্য বিষয়ে আরও বাড়তি নবম্বর তোলার সুযোগ পাবেন তাঁরা। ভারতীয় শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal