NOW READING:
জুনের ইউজিসি নেটে কত নম্বর পেতে পারেন ? মিলল আভাস; কবে বেরোবে ফলাফল ? কাট-অফ কত উঠবে ?
July 6, 2025

জুনের ইউজিসি নেটে কত নম্বর পেতে পারেন ? মিলল আভাস; কবে বেরোবে ফলাফল ? কাট-অফ কত উঠবে ?

জুনের ইউজিসি নেটে কত নম্বর পেতে পারেন ? মিলল আভাস; কবে বেরোবে ফলাফল ? কাট-অফ কত উঠবে ?
Listen to this article


UGC NET Answer Key: ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ইউজিসি নেট জুন ২০২৫-এর জন্য প্রভিশনাল আনসার কি প্রকাশ করেছে। এর মাধ্যমে সমস্ত প্রার্থীরা সহজেই তাদের পরীক্ষায় দেওয়া রেসপন্স যাচাই করে নিতে পারবেন এবং সঠিক উত্তর কোনটা ধার্য করা হয়েছে তাও যাচাই করতে পারবেন। শুধু তাই নয়, এই যাচাই (UGC NET 2025) করার মাধ্যমে প্রার্থীরা গণনা করতে পারবেন যে তারা এই পরীক্ষায় ঠিক কত নম্বর পেয়েছেন। এই আনসার কি-তে থাকবে মূল উত্তরপত্র, প্রশ্নপত্র, সঠিক উত্তর এবং প্রার্থীদের দেওয়া রেসপন্স। এ থেকে সহজেই (UGC NET 2025 Answer Key) প্রার্থীরা তাদের স্কোর অনুমান করে নিতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in থেকে সহজেই এই আনসার কি ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা।

কীভাবে পাবেন ইউজিসি নেট ২০২৫-এর আনসার কি

সবার আগে আপনাদের ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in –এ যেতে হবে।

এরপরে ‘ইউজিসি নেট জুন ২০২৫’ এর আনসার কি বাটনে ক্লিক করতে হবে ওয়েবসাইটের হোমপেজের বিকল্প থেকে।

এরপরে আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনি নিজের আনসার কি দেখতে পাবেন স্ক্রিনে।

এখান থেকেই প্রভিশনাল আনসার কি ডাউনলোড করে নিতে হবে।

চ্যালেঞ্জ করা যাবে উত্তর

ন্যাশনাল টেস্টিং এজেন্সি আপত্তি বা চ্যালেঞ্জ জানানোর উইন্ডোও খুলে রেখেছে এরই সঙ্গে। অর্থাৎ প্রার্থীরা তাদের মতে কোনও উত্তর ভুল নির্ধারিত হয়ে থাকলে তা চ্যালেঞ্জ করতে পারবেন। এই উইন্ডো আগামী ৮ জুলাই ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিটি প্রশ্নের চ্যালেঞ্জের জন্য ২০০ টাকা করে ফি দিতে হবে প্রার্থীদের। এই ফি সম্পূর্ণভাবে অফেরতযোগ্য।

প্রার্থীদের তাদের দাবির সমর্থনে সহায়ক নথি বা তথ্যসূত্র যেমন অ্যাকাডেমিক পাঠ্যপুস্তক বা গবেষণাপত্র সংশ্লিষ্ট করে দিতে হবে। বৈধ তথ্যসূত্র বা ফি জমা না করলে এই চ্যালেঞ্জের আবেদন গ্রাহ্য হবে না। আর জমা দেওয়ার পরে প্রার্থীদের এই আবেদনের ভিত্তিতে সংশোধনের সুযোগ দেওয়া হবে না। তাই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে সমস্ত প্রার্থীদের প্রশ্নের আইডি ভালভাবে যাচাই করে বিস্তারিত উত্তর বা চ্যালেঞ্জ সাবধানতার সঙ্গে করতে বলা হচ্ছে।

চূড়ান্ত আনসার কি ও ফলাফল শীঘ্রই প্রকাশ পাবে

অবজেকশন উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত আনসার কি এবং তারপরে ফলাফল প্রকাশ পাবে সাধারণ নিয়মে। বিশেষজ্ঞদের একটি প্যানেল প্রার্থীদের চ্যালেঞ্জ বা রেসপন্সের ভিত্তিতে মূল্যায়ন করবে। যদি কোনও চ্যালেঞ্জ বৈধ বলে প্রমাণিত হয় তাহলে উত্তরপত্র সংশোধন করা হবে। ৮ জুলাইয়ের পরে কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে ফলাফল। তবে আগের বছরের যে কাট-অফ নম্বর এসেছিল, এই বছর সেই আন্দাজ করে একটা রেঞ্জ ধরে নেওয়া যেতে পারে। আগের বছরের বিষয়ভিত্তিক কাট-অফ নম্বর দেখে নিতে পারেন।

ইউজিসি নেট ২০২৪-এর বিষয়ভিত্তিক কাট-অফ 

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link