আবার দিতে হবে NET, পরীক্ষার তারিখ ও সূচি ঘোষণা করল NTA
National Eligibility Test: এই মাসে আবার দিতে হবে NET। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষার নতুন সময়সূচি ও তারিখ প্রকাশ করেছে। ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। মূলত দুটি শিফটে সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড মোডে হবে এই পরীক্ষা (UGC NET 2024)। আগেরবার ঠিক যেমন যেমন শিফট (NET Re-Examination) সাজানো হয়েছিল, এবারেও তাতে কোনও বদল নেই। এক বছরে দুটি করে NET হয়ে থাকে, এবারে ব্যতিক্রম। দুটির জায়গায় হবে তিনটি।
এছাড়াও ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে কবে কোন শহরে পরীক্ষাকেন্দ্র পড়েছে আপনার সেই সংক্রান্ত সমস্ত তথ্য পরীক্ষার (UGC NET 2024) ১০ দিন আগে জানিয়ে দেওয়া হবে। এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট ugc.net.nta.ac.in থেকেই এই তথ্য জানতে পারবেন পরীক্ষার্থীরা। এর সঙ্গে nta.ac.in ওয়েবসাইট থেকেও এই তথ্য জানা যাবে।
১৮ জুন একটি প্রেস বিজ্ঞতি জারি করে এনটিএ (NET Re-Examination) বলেছিল যে, জুন মাসে সারা দেশের মোট ৯.০৮ লক্ষ প্রার্থীদের জন্য সফলভাবে NET পরিচালনা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে তাঁর ঠিক একদিন পরেই শিক্ষা মন্ত্রণালয় জানায় যে এই পরীক্ষার অখণ্ডতা ও পবিত্রতা খর্ব করা হয়েছে, জুন মাসের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হয়েছে। সারা দেশ জুড়ে নিট বিতর্কের মাঝে ইউজিসি নেট পরীক্ষাও বাতিলের দৃষ্টান্ত দেখল পরীক্ষার্থীরা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন যে নেট পরীক্ষার প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। শেষ সময় পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সিই সহকারী অধ্যাপক, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং পিএইচডিতে ভর্তির জন্য ইউজিসি নেট পরিচালনা করত। বছরের শুরুতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছিল জুন মাসের নেট পরীক্ষা হবে পেন পেপার মোডে, সেভাবেই আয়োজিত হয়েছিল পরীক্ষা। তবে নতুন করে যে পরীক্ষা দিতে হবে এই মাসে তা হবে কম্পিউটার বেসড মোডে।
সারা দেশেই সমস্ত বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সহকারী অধ্যাপক পদে নিয়গের জন্য বছরে দুবার করে ইউজিসি নেট পরিচালিত হয়ে থাকে। এবার থেকে পিএইচডিতে সুযোগ পাওয়ার জন্যও এই নেট দিতে হয়, ইউজিসি নেটের স্কোরকার্ড প্রয়োজন হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিভিন্ন পদে লোক নেবে এনটিপিসি, বেতন সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার- কত শূন্যপদ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
আরও দেখুন
Source link
Average Rating