NOW READING:
Bangladesh: ইউনূসের ‘তালিবানি’ বাংলাদেশ? সিগারেট খাওয়ায় দুই মেয়ের উপর চড়াও জনতা! প্রতিবাদ…
March 3, 2025

Bangladesh: ইউনূসের ‘তালিবানি’ বাংলাদেশ? সিগারেট খাওয়ায় দুই মেয়ের উপর চড়াও জনতা! প্রতিবাদ…

Bangladesh: ইউনূসের ‘তালিবানি’ বাংলাদেশ? সিগারেট খাওয়ায় দুই মেয়ের উপর চড়াও জনতা! প্রতিবাদ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কোনপথে বাংলাদেশ? নারী নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবি তুলল ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে এক সংগঠন। স্লোগান উঠল,  ‘জ্বাল রে জ্বাল, আগুন জ্বাল’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে’।

আরও পড়ুন:  Bangladesh: গণতান্ত্রিক পরিবেশ তলানিতে! বাংলাদেশ নামল ২৫ ধাপ

ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন সন্ধ্যায় রাজধানী ঢাকায় আসাদগেট আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় ধূমপান করার ‘আক্রান্ত’ হন দুই তরুণী। তাঁদের উপর চড়াও হয়ে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হন অনেকে।

এদিকে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গলায় ভিন্ন সুর। গতকাল, রবিবার তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা (লোকেরা) বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল’। সঙ্গে বার্তা,’ পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে’।

আজ, সোমবার ঢাকার আসাদগেট আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় প্রতিবাদ সভার আয়োজন নারীবাদী সংগঠন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’। সেই প্রতিবাদ সভা থেকেই  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। সমাবেশে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে নারী নির্যাতনে উসকানি দিচ্ছেন। তাঁর কথায়, ‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন’? 

সমাবেশে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের অনেকের হাতেই ছিল ‘স্লাটশেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়’? লেখা প্ল্যাকার্ড।

আরও পড়ুন:  Baba Vanga: ২০ বছরের মধ্যে এই দেশগুলিতে ‘রাজ’ করবে ইসলামের শাসন! ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার…

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link