NOW READING:
Jadavpur University: খাতা না দেখেই নম্বর? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে শোকজ!
November 25, 2024

Jadavpur University: খাতা না দেখেই নম্বর? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে শোকজ!

Jadavpur University: খাতা না দেখেই নম্বর? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে শোকজ!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: পড়ুয়াদের ক্ষোভ চরমে। সাংবাদিকতা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানের ঘরে তালা ঝুলে বিক্ষোভ! খাতা না দেখে নম্বরকাণ্ডে দুই অধ্য়াপককে শোকজ করল কর্তৃপক্ষ। শুক্রবারের জবাব দিতে হবে। যতকাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 

আরও পড়ুন:  RG Kar: মোট ১০ ময়নাতদন্তের রিপোর্ট তলব! আরজি কর-কাণ্ডে তদন্তে নয়া মোড়…

ঘটনাটি ঠিক কী? যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে সাংবাদিকতা বিভাগে সেকেন্ড সেমিস্টারে নাকি খাতা দেখেই নম্বর দেওয়া হয়েছে! পড়ুয়াদের ক্ষোভ ছিলই। শেষপর্যন্ত পরীক্ষা খাতা রিভিউ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে খাতা দেখানো হয় বহিরাগত শিক্ষকদের। আর তাতেই দেখা যায়, একটা-দুটো নয় ৫০টি খাতায় নম্বরের গরমিল রয়েছে। শুধু তাই নয়, যিনি খাতা দেখেছেন, তিনি খাতায় সই-ও করেননি। এমনকী, সংশ্লিষ্ট পড়ুয়ার প্রাপ্ত নম্বরেরও উল্লেখ নেই খাতায়।

আজ, সোমবার সাংবাদিকতা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেন পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, ‘অভিষেক স্যার ও সায়ন্তম স্য়ার যে পেপারগুলি চেক করেছেন,সেই পেপারটা যখন রিভিউতে দিয়েছি, দেখলাম ১০ নম্বর বেড়ে গিয়েছে। ওনাদের অন্ডারে অনেক পেপার আছে। এখন আমরা দেখতে চাইছি, সেই পেপারগুলি যেন রিভিউ করা হয়। আমরা সাসপেনশনের দাবি জানাচ্ছি’। এরপর রাতেই ওই দুই অধ্যাপককে শোকজ করা হয়।

শোকজের চিঠি পেয়েছেন? সাংবাদিকতা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বলেন, ‘আমি আমার দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করেছি। কর্তৃপক্ষ নিশ্চয়ই সদিচ্ছার সঙ্গে অনুসন্ধান করবেন। কর্তৃপক্ষের সদিচ্ছার প্রতি আমি আস্থাশীল। উপাচার্যকেজানিয়েছি। স্বাভাবিক গোপনীয়তার সম্মানার্থে সেকথা আমি বলব না’।

আরও পড়ুন: Kolkata Yellow Taxi: কলকাতার রাস্তা থেকে উধাও হবে হলুদ ট্যাক্সি? চলে এল বড়সড় আপডেট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link