বাচ্চু দাস, নকশালবাড়ি: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে নেপাল সীমান্তে (India-Nepal Border) ২ বিদেশিকে গ্রেফতার (foreigners arrest) করল এসএসবি (SSB)। ধৃতদের মধ্যে একজন নেপাল ও অন্যজন আইভরি কোস্টের বাসিন্দা।
আরও পড়ুন: Barasat News: পুলিশ ও সাংসদের আপ্ত সহায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা, ধৃত ব্যক্তি
স্থানীয় সূত্রে জানা গেছে, দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্ত থেকে ওই দু-জনকে গ্রেফতার করেছে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন এস এস বির জওয়ানরা। সেই সময় তাঁদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে। তৎক্ষণাৎ দুজনকে আটক করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তাদের জিজ্ঞাসাবাদে নানান রকম অসংগতি পায় এসএসবি। এরপর দুজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Bangaon News: জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?
জিজ্ঞাসাবাদে দুজনে স্বীকার করেছে যে তাদের একজন নেপালের বাসিন্দা এবং অন্যজন আইভরি কোস্টের বাসিন্দা। ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা। অপর ধৃত দাইলিয়াহি সারিয়া আইভরি কোস্টের বাসিন্দা।
আরও পড়ুন: Weather Update: রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
জানা গেছে, ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত ৫ বছর যাবত নেপালেই বসবাস করছিল। কিন্তু, আচমকা কেন তারা দুজনে রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে ঢুকছিল তা নিয়েই সন্দেহ এবং রহস্যের দানা বেঁধেছে। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান গ্রেফতার হওয়া দুজনকেই দার্জিলিং জেলা পুলিশের অন্তর্গত নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুজনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘ওয়ার্ডের সর্বত্র বেড়াল ঘুরে বেড়াচ্ছে’ রাজ্যের হাসপাতালের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ
আরও দেখুন