সীমান্তে উস্কানি, কাঁটাতার দিতে বাধা BGB-র; চৌকিতে গিয়ে BSF-এর সঙ্গে বৈঠক ২ বিজেপি বিধায়কের !
<p><strong>করুণাময় সিংহ, মুন্না আগরওয়াল ও সুকান্ত মুখোপাধ্য়ায়, হবিবপুর ও বালুরঘাট :</strong> সীমান্তে উস্কানি, বারবার কাঁটাতার দিতে বাধা BGB-র। এরই মধ্য়ে এবার, সীমান্ত পরিদর্শনে গেলেন দুই বিজেপি বিধায়ক। মালদার হবিবপুরে সীমান্ত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। চৌকিতে গিয়ে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। অন্য়দিকে, বালুরঘাটে সীমান্ত এলাকায় গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি।</p>
<p>মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে কোচবিহারের মেখলিগঞ্জ… কিংবা বালুরঘাট… বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির বিরুদ্ধে বারবার সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রবিবার, মালদার হবিবপুরে সীমান্ত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। হবিবপুরের কেদারিপাড়া সীমান্ত চৌকিতে গিয়ে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে হবিবপুরের বিধায়ক বলেন, ‘এখানে কোনও ফেন্সিং নেই। কেদারিপাড়া থেকে বেলডাঙা ৮৮ ব্য়াটেলিয়ান এখানে ২৫ কিমি তার ঘেরা নেই। রাজ্য় সরকারের ব্য়র্থতা। রাজ্য় যদি আগে ব্য়বস্থা নিত, বিএসএফ-কে দিত, বা কেন্দ্রকে জায়গা দিলে অনেক দিন আগে ফেন্সিং হয়ে যেত।'</p>
<p>অন্য়দিকে, গত বুধবার কাঁটাতার ইস্য়ুতেই উত্তপ্ত হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকার, শিবরামপুর গ্রাম। এখানে প্রায় ৬০০ মিটার এলাকা কাঁটাতার হীন। সেখানে ফেন্সিংয়ের কাজ চলাকালীন, BSF-কে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বাধার মুখে পড়তে হয়। অশান্তির জেরে বন্ধ হয়ে যায় ফেন্সিংয়ের কাজ। রবিবার, সীমান্ত এলাকায় যান বালুরঘাটের বিজেপি বিধায়ক। কথা বলেন BSF-এর সঙ্গে। বিধায়ককে সমস্য়ার কথা জানান স্থানীয় মানুষরা। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি বলেন, ‘গ্রামটাকে যদি কাঁটাতারের মধ্য়ে নিতে হয় তাহলে ওর দূরত্ব বেড়ে যায় ৯০০ মিটার। ইন্টারন্য়াশনাল বর্ডারের ১৫০ মিটারের মধ্য়ে কোনও কন্সট্রাকশন করা যায় না। আমি কমান্ডারদের সঙ্গে কথা বললাম। BSF আলোচনা করে সুরাহা করবে।’ </p>
<p>এই ইস্য়ুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ ব্যাপারে কেন্দ্র যেমনভাবে সহায়তা চাইবে, সেভাবে সহায়তা দেবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কাঁটাতার দেওয়ার কাজ যত বেশি দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে পারে, এটাই প্রত্যাশিত। না বিদেশমন্ত্রী, না প্রধানমন্ত্রী…বিন্দুমাত্র উল্লেখ করলেন না। এটা প্রত্যাশিত নয়।’ </p>
<p>বিরোধী দলনেতা <a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র বক্তব্য, ‘ যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে।’ </p>
<p>অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের বাধা ঘিরে গন্ডগোলের পর থেকে, মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে অরক্ষিত সীমান্তে এখনও কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রয়েছে। BSF-BGB ফ্ল্যাগ মিটিংয়ের পরেও মেলেনি সুরাহা। বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তের ওপারে দেড়শো গজ় এলাকা বরাবর প্রায় হাজার বিঘা চাষের জমি রয়েছে এদেশের কৃষকদের। নিরাপত্তার কারণে কয়েকদিন কৃষকদের সেখানে যেতে দেওয়া হয়নি। শনিবার ভারতীয় কৃষকরা জমিতে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। বৈষ্ণবনগরের বাসিন্দা দেবেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘এখানে কাঁটাতার লাগাতে দিচ্ছে না। BGB, বাংলাদেশ বর্ডার গার্ড, ওরা করতে দিচ্ছে না। জঙ্গি, জাল টাকা সব ভারতে প্রবেশ করাবে, ওইজন্য় ওরা বাধা সৃষ্টি করছে। আমরা আতঙ্কে আছি। কাঁটাতার থেকে ১৫০ গজ ভিতরে জমি আছে।’ </p>
<p>নিরাপত্তার কারণে আপাতত কৃষকদের ওপারে যেতে নিষেধ করেছে BSF।</p>
Source link