Rupali Ganguly: সত্ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা রুপালীর, মামলার নোটিস পেয়েই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনয়ের দুনিয়ায় তিনি যতটাই উজ্জ্বল ব্যক্তিগত জীবনে তিনি ততটাই কদর্য, সাম্প্রতিক সময়ে অভিনেত্রী রুপালী গঙ্গোপাধ্যায়ের (Rupali Ganguly) সত্ মেয়ে এষা। এখানেই শেষ নয়, একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকেন তিনি। এই বিষয়ে কোনও উত্তর দেননি কিন্তু সাম্প্রতিক সময়ে রুপালীর ৩ বছরের ছেলেকে নিয়ে মন্তব্য করার পরেই সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রুপালী গঙ্গোপাধ্যায়। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছে ৫০ কোটি দাবি করে নোটিস পাঠিয়েছেন তাঁর আইনজীবী সানা রইস খান।
আরও পড়ুন- Toxic levels of lead in Turmeric: আপনি আমিও বাদ নেই, রান্নার হলুদে ভয়ংকর সীসা! নষ্ট কিডনি…
মানহানির নোটিস পেয়েই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন এষা। এমনকী ডিলিট করে দেন রুপালীকে লক্ষ্য করে করা একাধিক ভিডিয়ো। অভিনেত্রীর স্বামী অশ্বিন বর্মার আগের পক্ষের মেয়ে এষা। সম্প্রতি ২৬ বছর বয়সী এষা সংবাদমাধ্যমে সৎ মা রূপালীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন।
এষার দাবি, ‘অনুপমা’ টিভি সিরিয়ালে রুপালী নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে যে বড়াই করেন, বাস্তবে তার কিছুই মানেন না তিনি। বরং বাস্তবে অন্যের সংসার ভেঙে নিজে সুখী হয়েছেন। রুপালীর পরকীয়া সম্পর্কের কারণে এষার মায়ের সংসার ভেঙেছে, এমনটাই দাবি তাঁর। এষা জানান, মা-বাবার দাম্পত্যের মাঝে এসে দাঁড়ান রুপালী। তাঁর মাকে মারধর করেন, গহনা চুরি করে নেন। মা-বাবার বিচ্ছেদের আগে, তাঁদের বেডরুমে রুপালী শুতে শুরু করেন বলে দাবি এষার।
আরও পড়ুন- Dev | Khadan: বড়দিনে ‘রাজা’ দেব! একঝলকেই তুলকালাম নেটপাড়া…
এষার এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন রুপালী গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সানা রইস খান। তিনি জানান, ‘অভিনেত্রীর নামে মিথ্যা অভিযোগ করেছেন তাঁর সৎ মেয়ে এষা। মানহানির মামলা করে প্রচারে থাকা রুপালীর লক্ষ্য নয়। কিন্তু ছেলের নাম জুড়ে যাওয়ায় অভিনেত্রী এই পদক্ষেপ করেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন রুপালী’। সানা জানান, ‘এষা যেসব দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রুপালীর ভাবমূর্তি নষ্ট করা, তাঁর নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসাই লক্ষ্য ছিল এষার। এষার এমন আচরণে শুধু মানসিকভাবেই ভেঙে পড়েননি রুপালী, ব্যক্তিগত এবং পেশাগতভাবেও তার সম্মানহানি হয়েছে’। আপাতত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রুপালীর স্বামী অশ্বিন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)