দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ‘চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনও কিছু আমি করিনি, এবারও করব না’। মোহনবাগানের ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বপনসাধন (টুটু) বোস। হঠাত্ কেন এমন সিদ্ধান্ত? শোরগোল ময়দানে।
আরও পড়ুন: Rishav Panth | IP2025: হেরেও রক্ষা নেই ঋষভের, BCCI- এর পদক্ষেপে বিপর্যয়…
মোহনবাগান সচিব ও কার্যকরী সমিতি সদস্যদের ইস্তফাপত্র পাঠিয়েছেন টুটু। চিঠিতে উল্লেখ, ‘আমরা সবাই জানি যে, মোহনবাগান ক্লাবে নির্বাচন আসন্ন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড ইতিমধ্যে গঠন হয়ে গিয়েছে। কিন্তু আসন্ন নির্বাচনের আগে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। আর সেই কারণেই আপনাদের উদ্দেশ্যে আমার এই চিঠি লেখা’।
চিঠিতে টুটু আরও লিখেছেন, ‘বহু বছর আমি মোহনবাগানের সঙ্গে জড়িয়ে। মোহনবাগান ক্লাব আমার কাছে মাতৃসম। আমার হৃদয়ের বাঁদিকে ছিল, আছে, থাকবে। আমি এতদিন একনিষ্ঠ সেবায়তের মতো ক্লাবের নিত্য়পুজো করেছি। নিজের সাধ্যমতো, মোহনবাগানের সেবা-যত্ন করার চেষ্টা করেছি। আর কতটা পেরেছি, সবচেয়ে ভালো জানেন আমার প্রিয় সদস্য-সমর্থকরা। যাঁদের কাছে আমি টুটুদা কিংবা শুধুই টুটু’।
সভাপতি পদ থেকে ইস্তফা? চিঠিতে টুটু জানিয়েছেন, ‘ক্লাবের নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাই সদস্যদের উদ্দেশ্য়ে আমারও কিছু বলা দরকার। কারণ, কোন কমিটি আসবে, তাতে থাকবেন কারা, তা ঠিক করবেন সদস্যরা। কিন্তু সভাপতির চেয়ারে বসে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। আসলে সভাপতির চেয়ার থেকে কোনও পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনও কিছু আমি করিনি, এবারও করব না। তাই ঠিক করেছি, মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব আমি। আপনাদের অনুরোধ, দয়া করে আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন। যাতে আমার মন যা বলছে, তা নির্দ্বিধায় আমি আমার প্রিয় সদস্যদের বলতে পারি’।
আরও পড়ুন: Shahid Afridi on Pahalgam Attack: ভারতকে টেনে পহেলগাঁও হামলা নিয়ে চরম বিতর্কিত মন্তব্য শাহিদ আফ্রিদির!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)