NOW READING:
সীমান্তে বাধা পেতেই ছোঁড়া হল পাথর, BSF-র গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী !
March 1, 2025

সীমান্তে বাধা পেতেই ছোঁড়া হল পাথর, BSF-র গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী !

সীমান্তে বাধা পেতেই ছোঁড়া হল পাথর, BSF-র গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী !
Listen to this article


প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : আবারও বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী। সিপাহীজলা জেলার কলমচৌড়া থানাধীন পুটিয়া সীমান্তের ৬ নং গেট এলাকায় শুক্রবার সন্ধ্যা রাতে।

বিএসএফ জানিয়েছে, পাচারকারীরা পুটিয়া সীমান্তে পাচার করার সময় বাধা দিলে পাচারকারীরা জোয়ানদের দিকে পাথর ছুড়তে থাকে।  বিএসএফ বাধ্য হয়ে গুলি করে ঘটনাস্থলেই পাচারকারী রক্তাক্ত হয়ে পড়ে। বিএসএফ পাচারকারীকে  উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়।  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত পাচারকারীর নাম মোহাম্মদ আলামিন। তার বাড়ি বাংলাদেশ কুমিল্লা জেলার সালদা নদী বিওপি অধীনস্থ পুটিয়া গ্রামে।

 আরও পড়ুন, সীমান্তে বাধা পেতেই ছোঁড়া হল পাথর, BSF-র গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী !

আরও দেখুন



Source link