# Tags
#Blog

Abhishek Banerjee: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক ঘটনা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। এবার বাংলাদেশ ইস্যু (Bangladesh issue) নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় (Abhishek Banerjee)। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক শেষ করে বেরনোর পর অভিষেক বাংলাদেশ ইস‍্যু নিয়ে বলেন, ‘এটা রাজ‍্যের বিষয় নয়, দেশের বিষয়। দেশবাসী কেন্দ্র সরকারকে ম‍্যানডেট দিয়েছে, এবং এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তবে, আন্তর্জাতিক ইস‍্যুতে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে সেই অবস্থানকে দলগতভাবে সমর্থন করবে তৃণমূল। তবে যে ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়, এবং অত‍্যন্ত দুর্ভাগ‍্যজনক ঘটনা।’ 

আরও পড়ুন: Winter Session in Parliament: ওয়াকফ বিল-মণিপুর নিয়ে উত্তাল হতে পারে সংসদ, ৫ ইস্যুতে সরব হবে তৃণমূল

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চিন্ময় দাস ব্রহ্মচারীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চিন্ময় দাসকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক কাজী শরিফুল ইসলাম। এদিন চিন্ময় দাসের আদালতে পেশের আগে আদালত চত্বরে জড়ো হন শয়ে শয়ে মানুষ। উঠল জয় শ্রীরাম স্লোগানও। রায় শোনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। পুলিসের প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আটেক রাখে বিক্ষোভকাররীরা।

আদালত চত্বর থেকে চিন্ময়কে নিয়ে বের হতে গেল শুরু হয়ে যায় সংঘর্ষ। পুলিস টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখনই বিক্ষুব্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে জড়ো হয়। এর পরই ইট পাটকেল ছুড়তে থাকে জনতা। তাড়া করে যায় পুলিস। পাল্টা তাড়া করে  জনতাও। এতে অনেকে গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের।

ওই ঘটনার পরই ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ময়দানে নেমে পড়ছে হেফাজতে ইসলাম-সহ বাংলাদেশের একাধিক সংগঠন। গতকালই আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশে যোগ দেন বহু মানুষ। এতে আতঙ্কের সৃষ্টি হয়েছে দেশের সংখ্যালঘু মহলে। সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।  এরকম এক পরিস্থিতিতে ‘ভয়েস অব বাংলাদেশি হিন্দু’ নামে একটি হ্যাল্ডল থেকে ইন্দিরা গান্ধীকে স্মরণ করা হয়েছে।

‘ভয়েস অব বাংলাদেশি হিন্দু’ নামে ওই হ্যান্ডল থেকে করা একটি পোস্ট প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরে ছবি দিয়ে লেখা হয়েছে, এই খারাপ সময়ে আমরা ওঁর অভাব বোধ করছি। উনি ছিলেন আয়রন লেডি। উল্লেখ্য, পূর্ব পাকিস্তানে পাক সেনার অত্যাচারে নিহত হন হাজার হাজার মানুষ। আতঙ্কে দেশছাড়া হয়ে ভারতে আশ্রয় নেন কয়েক কোটি উদ্বাস্তু। সেইসময় পূর্ব পাকিস্তানের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ান ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

আরও পড়ুন: Cyclone Fengal: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে ৫ জেলা; উত্তাল হতে পারে সমুদ্র, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ৮ দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal