NOW READING:
Tribal Woman: আদিবাসী তরুণীর মুখে ঠুসে দেওয়া হল মল… বিজেপি রাজ্যে বর্বরতার চূড়ান্ত!
November 21, 2024

Tribal Woman: আদিবাসী তরুণীর মুখে ঠুসে দেওয়া হল মল… বিজেপি রাজ্যে বর্বরতার চূড়ান্ত!

Tribal Woman: আদিবাসী তরুণীর মুখে ঠুসে দেওয়া হল মল… বিজেপি রাজ্যে বর্বরতার চূড়ান্ত!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! মধ্যযুগীয় বর্বরতা! সভ্য সমাজে যে এ জিনিস ঘটতে পারে, তা ভাবনারও অতীত! এক আদিবাসী তরুণীর মুখে ঠুসে দেওয়া হল মল! ঘটনাটি ঘটেছে ওড়িশায়। ক্ষমতার পালাবদলের পর বিজেপি শাসিত ওড়িশায় ভয়ংকর ছবি। হাড়হিম করে দেওয়া ছবি। 

২০ বছরের এক আদিবাসী তরুণীর অভিযোগ, তাঁকে নিগ্রহ করা হয়েছে। তাঁকে হেনস্থা করা হয়েছে। তাঁরই গ্রামের এক বাসিন্দা তাঁকে নিগ্রহ করেছে। এমনকি অভিযুক্ত তাঁকে, মল খেতেও পর্যন্ত বাধ্য করে। তাঁর মুখে মানুষের মল ঠুসে দেয়। ওড়িশার জুড়়াবাঁধ গ্রামের বাসিন্দা এই তরুণী। জাতপাতের বৈষম্যেই ওই তরুণীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ১৬ নভেম্বর ঘটনাটি ঘটে। 

এই ঘটনায় উপযুক্ত  শাস্তির দাবি জানিয়েছে আদিবাসী উন্নয়ন পর্ষদ। অভিযুক্ত অভয় বাগ ওই একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বঙ্গমুন্ডা থানায় এফআইআর রুজু করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভয় বাগ ওই তরুণীকে বুকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সারা মুখে  ‘গু’ মাখিয়ে দেয়। খেতেও বাধ্য করে ওই ‘মল’।

আরও পড়ুন, Groom Death: মর্মান্তিক! নাচতে নাচতেই মৃত্যু ২২ বছরের বরের… ভাইরাল ভিডিয়ো…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link