জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ।
অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের আগে দুই শিবিরেই একই রকম উত্তেজনা। এক অজি মিডিয়া সম্প্রতি তাঁদের দেশ স্টার ক্রিকেটার ট্র্য়াভিস হেডের (Travis Head) থেকে জানতে চেয়েছিল যে, তাঁর বিচারে কেমন বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। হেড কিন্তু সাফ জানিয়ে দিলেন যে, তাঁর মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। বুমরা-ব্যথা জব্দের টোটকা আজও অজানা!
আরও পড়ুন: ‘পারথই আমার খেলা…’, সাজঘরে আচমকা মহাতারকা! সিরাজ-সরফরাজ বললেন LEGEND, LEGEND
হেড বলেন, ‘দেখুন ওর বিরুদ্ধে খেলার সময়ে মনে হতে পারে, যে আপনি হয়তো এক ধাপ এগিয়ে আছেন, কিন্তু সেই পরের ধাপেই ও আছে। ক্রিকেটের যে কোনও সংস্করণেই ও অবিশ্বাস্য। বুমরা অসাধারণ। বড় মুহূর্তে বড় খেলোয়াড়েরই প্রয়োজন হয়। আমার মনে হয় ও সেক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় তারকা। একজন ব্য়াটার হিসেবে ওকে খেলার আগে নিজের কাজ বুঝে নিতে হয়। ও অনেকটা মিচেল জনসনের মতো। দু’জনেরই বিচিত্র অ্যাকশন। পুরো ডেলিভারি না দেখলে মনে হবে, অনেক দ্রুত বল চলে এল। ওর হাত যেন সবদিকে ঘুরছে। যেভাবে ও বল করে, তা বিচিত্রই। নিশ্চিত ভাবেই বাকি অনেকের থেকে আলাদা। ওকে বুঝতে গেলে ক্রিজে ধাতস্থ হতে হয়। আমি ওর বিরুদ্ধে অনেক খেলেছি। আমার এখনও বেশ কিছু বল লাগে ছন্দ ফিরে পেতে।’
অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার নায়কও হেড। বুমরা যে ত্রাস, সে কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ায় তাঁর গড় দুর্দান্ত। ৭ ম্য়াচে ৩২ উইকেট নিয়েছেন ২১.২৫-এর গড়ে। দেখা যাক এবার বুমরা বনাম হেডের লড়াইয়ে কে শেষ হাসি হাসেন!
আরও পড়ুন: ‘টাকার জন্যই…’, আচমকাই গাভাসকরের ছোবল, ছেড়ে দেওয়ার পাত্র নন পন্থও!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)