NOW READING:
Bus Route: শহরে কেন বন্ধ বাস রুট? জি ২৪ ঘণ্টার খবরে পদক্ষেপ পরিবহণ দফতরের..
March 6, 2025

Bus Route: শহরে কেন বন্ধ বাস রুট? জি ২৪ ঘণ্টার খবরে পদক্ষেপ পরিবহণ দফতরের..

Bus Route: শহরে কেন বন্ধ বাস রুট? জি ২৪ ঘণ্টার খবরে পদক্ষেপ পরিবহণ দফতরের..
Listen to this article


অয়ন ঘোষাল: জি ২৪ ঘণ্টার খবরের জের। কেন বাস রুট বন্ধ? বাস মালিকদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণ সচিব। ‘সরকার ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন’, বলছেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন:  Jadavpur University Incident | Debangshu Bhattacharya: ‘SFI বলছে চালিয়ে খেলা হবে, আবার শূন্য রানে আউট হয়ে যাবে না তো’?

সড়কপথে ভোগান্তি। কলকাতায় এখন বিলুপ্তির পথে ৪০ বাস রুট। চরম ভোগান্তিতে নিত্য়যাত্রীরা। এই খবর সম্প্রচারিত হয়েছিল জি ২৪ ঘণ্টায়। এরপর খোদ মন্ত্রীর নির্দেশে পদক্ষেপ করলেন পরিবহণ সচিব। আজ, বৃহস্পতিবার বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন তিনি।

কী আলোচনা হল? বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘রুটগুলি কেন বিলুপ্ত হচ্ছে? সে বিষয়ে আমাদের তথ্য জানতে চান। আমরা বলেছি, অটো-টোটোর যা দাপট, তাতে হাওড়া জোনটাতে খুবই অসুবিধা হচ্ছে। করোনার পর যে যাত্রী কমেছে, সেই যাত্রীরা ফিরছেন না। পুলিসি জুলুমের কথাও বলেছি’। বলা হয়, সরকার ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন। সবদিক খতিয়ে দেখছেন যাতে বিকল্প পথ তৈরি করে সমস্যা সমাধান করা যায়। যাত্রী পরিষেবাটা উন্নত করা যায়’।

আরও পড়ুন:  Anti-suicidal Help Desk | Kolkata: মনের জোরে লড়তে হবে বাঁচার লড়াই! ‘হেমলক সোসাইটি’র শহরে প্রথমবার ‘অ্যান্টি সুইসাইডাল হেল্প ডেস্ক’…

বাস রাস্তায় অটো চলাচলে অবশ্য কোনও বিধি নিষেধ নেই। কিন্তু দিন দিন বিভিন্ন রুটে যেমন অটোর সংখ্যা, তেমনি বাস রাস্তায় চলছে টোটা, এমনকী ই-রিক্সাও! অথচ বিভিন্ন অলিগলি কিংবা পাড়া থেকে বাস রাস্তা পর্যন্ত যাতায়াতের সুবিধার জন্য চালু হয়েছিল টোটো। ফলে আগে যাঁরা বাসে চড়তেন, তাঁরা টোটোয় যাতায়াত করছেন বলে অভিযোগ।

সূত্রের খবর, শহরের বাস রুট বাঁচাতে টোটো নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। কীভাবে? প্রতিটি টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোড দেওয়া স্টিকার। টোটো যাতে কোনওভাবে বাস রাস্তায় যাত্রী পরিষেবা না দিতে পারে, সেদিকে নজর রাখা হবে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link