জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রেল দুর্ঘটনা। রেল দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। এবার দুর্ঘটনার কবলে পড়ল বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। লাইনচ্যুত হল ট্রেনটির ১১টি বগি। আজ, রবিবার সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ ওড়িশার নীরগুন্ডি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে ১২২৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আজ, রবিবার সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ ওড়িশার নীরগুন্ডি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ১২২৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির ১১টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হতাহতের খবর মেলেনি।
সূত্রের খবর, দুর্ঘটনার মুহূর্তে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের গতি ছিল বেশ কম। তাই বড় রকম ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। যদিও এই রেল দুর্ঘটনা ফের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে মোদী সরকারকে, মোদী সরকারের রেল মন্ত্রককে। এক অংশের দাবি, এই আমলে ট্রেনে যাত্রীসুরক্ষা প্রায় নেই বললেই চলে।
আজ কী ঘটেছিল? কেন দুর্ঘটনা?
আরও পড়ুন- Moon Sighting | Eid 2025: কবে কখন দেখা যাবে ঈদের চাঁদ? ভারতে কবে পালিত হবে ঈদ? আর বাংলাদেশে?
আরও পড়ুন- Eid 2025 in India: কখন দেখা যাবে ঈদের বাঁকা চাঁদ? ভারতে কবে পালিত হবে ঈদ? জেনে নিন ঈদ উদযাপনের খুঁটিনাটি…
জানা গিয়েছে, রেললাইনে কোনও গন্ডগোল ছিল। সেই কারণে প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আর পরে সেই অভিঘাতেই পর পর আরও ১০টি বগি লাইন থেকে সরে যায়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি থেকে যাত্রীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রেনটি বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাচ্ছিল। পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র জানান, আজ, রবিবার বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। আমরা খবরটি পেয়েছি। কারওর কোনও আঘাত লাগেনি। ঘটনাস্থলে আরও একটি ট্রেন পাঠানো হয়েছে। রেলের আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যেরাও পৌঁছেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। (তথ্য: পিয়ালী মিত্র, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)