NOW READING:
Brutal Train accident: তরুণীর মর্মান্তিক পরিণতি! সেলফি তোলাই হল কাল, চলন্ত ট্রেন থেকেই…
January 25, 2025

Brutal Train accident: তরুণীর মর্মান্তিক পরিণতি! সেলফি তোলাই হল কাল, চলন্ত ট্রেন থেকেই…

Brutal Train accident: তরুণীর মর্মান্তিক পরিণতি! সেলফি তোলাই হল কাল, চলন্ত ট্রেন থেকেই…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ট্রেন চলাকালীন সেলফি তোলার চেষ্টা করছিলেন তরুণী। আর সেই সময় ঘটে বিপত্তি। চলন্ত ট্রেন থেকেই পরে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড় জেলায়। জানা গিয়েছে মৃত তরুণীর নাম নম্রতা বেহেরা (২০)। যিনি জেলার খিরেইতাঙ্গিরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলাং গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: হয়ে গেল বৈষ্ণোদেবী কাটরা-শ্রীনগর বন্দে ভারতের ট্রায়াল রান, জেনে নিন ভাড়া-ছাড়ার সময়

রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, নম্রতা এবং তাঁর চার বন্ধু পুরী-বরবিল এক্সপ্রেস করে যাচ্ছিলেন। এক রেলকর্মী ওই সময় তাঁকে ট্রেন থেকে পড়তে দেখেন। তিনি স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করেন।

আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের আকর্ষণীয় প্যারেড! অনলাইনে কোথায়, কীভাবে দেখবেন…

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান রেল কর্তৃপক্ষ থেকে পুলিস আধিকারিকরা। উদ্ধার করা হয় মৃতদেহ। এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রসঙ্গত, নম্রতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টপার। তাঁর বাবা একজন সবজি বিক্রেতা এবং মা বাড়িতেই থাকেন। রেল পুলিশের এসআই সুশান্ত সেঠির বলেন, “ঘটনাটি কেন এবং কী ভাবে ঘটল তা আমরা জানার চেষ্টা করছি”।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link