জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশ্লীলতার দায়ে স্ন্যাকস কোম্পানির ট্রেডমার্ক বাতিল!
‘চুতিয়া’ কথাটি সাধারণত অশ্লীল শব্দ হিসেবেই চিহ্নিত। কারও উপর রেগে গালাগালি দেওয়ার সময় সাধারণত এই হিন্দি শব্দটি ব্যবহৃত হয়। একটি নোনতা বিস্কুট কোম্পানি ‘চুতিয়ারাম’ শব্দটি তাদের ট্রেডমার্ক হিসেবে নথিভুক্ত করার জন্য আবেদন করেছিল। দিল্লি ট্রেডমার্ক অফিস অজ্ঞনতাবশত এটা গ্রহণও করেছিল। কিন্তু গত মঙ্গলবার ট্রেড মার্কস রেজিস্ট্রি অফিস ১৯৯৯ সালের ট্রেড মার্কস আইনের ৩০ নম্বর ধারা অনুসারে ‘চুতিয়ারাম’ কথাটি প্রত্যাহার করে নিয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বার অ্যান্ড বেঞ্চ কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে, এই ধরনের অনৈতিক, অশ্লীল এবং বিতর্কিত ট্রেডমার্ক কখনই ব্যবহার করা যাবে না। এর আগে না বোঝার কারণে, এই ট্রেডমার্ক গ্রহণ করা হয়েছিল। ভুলবশত গ্রহণ করা হলেও, পরে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই ট্রেডমার্ক গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: বাইক আর পাহাড়প্রেমই হল কাল! জুলুক থেকে ফেরার পথে যুগলের মর্মান্তিক পরিণতি…
এই বিতর্কিত চিহ্নটি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে এই অশ্লীল শব্দের গ্রহণযোগ্যতা ভুল বলে মেনে নিয়েছে বার অ্যান্ড বেঞ্চ। আইনের ৯ এবং ১১ নম্বর ধারায় আপত্তিকর শব্দবন্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ট্রেডমার্কটি ।
বার অ্যান্ড বেঞ্চ আরও জানিয়েছে যে ভারতীয় ট্রেডমার্ক আইন অনুসারে কলঙ্কজনক, অশ্লীল বা অনৈতিকভাবে ট্রেডমার্ক বা চিহ্নগুলো নিষিদ্ধ।
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় মহিলা-সহ তিন জনকে পিষে মত্ত বীরপুঙ্গবের গর্জন, ‘আর এক রাউন্ড,নিকিতা?’
বিস্কুট কোম্পানীর তরফ থেকে আবেদনকারী সাধনা গোস্বামী এই বিতর্কিত ব্র্যান্ডিংয়ের আবেদন করেছিলেন। বিতর্কিত এই ট্রেডমার্ক ব্যবহার করেই একটি স্ন্যাকস নামী কোম্পানী প্রতিষ্ঠা করতে চান বলেই মনে করা হচ্ছে,যা সহজেই লোকের চোখে পড়বে। ট্রেডমার্ক রেজিস্ট্রির রেকর্ড থেকে জানা যায় যে, এর আগে ‘চুতিয়াওয়ালে’ এবং ‘চুতিয়ালাল’ এই ট্রেডমার্ক ব্যাবহার করার চেষ্টা করা হয়েছিল। তবে, পূর্বের সেই আবেদনগুলোও প্রত্যাখ্যান করা হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)