‘তোমাদের রানি’র হিন্দি ভার্সন যে আসতে চলেছে সে খবর আগেই জানা গিয়েছিল। আর সেই রেশ ধরেই নাকি মায়ানগরীর ছোটপর্দায় লিড রোলে দেখা যাবে অভীকা মালাকারকে। ‘তোমাদের রানি’ ধারাবাহিকের রানীর কথাই বলা হচ্ছে। জানা গিয়েছে, সুশান্ত দাসের প্রযোজনায় ‘বয়হুড প্রোডাকশন্স’-এর ব্যানারে হিন্দি ধারাবাহিকে পা রাখতে চলেছেন অভীকা।
Updated By: Nov 22, 2024, 01:22 PM IST

ফোটো- ফেসবুক
+ There are no comments
Add yours