অতসী মুখোপাধ্যায়, কলকাতা : পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত। কাজে ফেরার আর্জি পরিচালকদের, এখনও সাড়া দিল না টেকনিসিয়ানরা। এরপরে কী পদক্ষেপ? তাই নিয়েই বৈঠক করছেন পরিচালকদের একাংশ। সেখানে হাজির হয়েছেন রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই।
পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। গতকাল বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ। কিন্তু তারপরেও টেকনিসিয়ানদের তরফে এখনও সে অর্থে কোনও সাড়া দেখা যায়নি। এরপর পরিচালকরা কোন পথে এগোন, সেটাই দেখার। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁদের কোনও অবস্থান জানান কিনা, এখন সেটাই দেখার।
আগেই জানা গিয়েছিল আজ সন্ধ্যায় একটি বৈঠক হবে। খবর পাওয়া গিয়েছে, এই বৈঠক হয়েছে। সমষ্টিবদ্ধ ডিরেক্টোরিয়াল গিল্ডের ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন পরিচালকরা। তারপরেও যদি ফ্লোরের কাজ শুরু না হয় তাহলে পরশু থেকে কর্মবিরতিতে যেতে পারেন পরিচালকরা। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। অর্থাৎ আগামীকাল অবধি অপেক্ষা, তারপর সমাধান না হলে কর্মবিরতিতে যাওয়া হতে পারে। কাল অবধিই ডেডলাইন দেওয়া হয়েছে। কাল এসে যদি কোনও টেকনিসিয়ান ফ্লোরের কাজ শুরু না করেন, তাহলে স্ট্রাইক হতে পারে। আপাতত এমনটাই শোনা যাচ্ছে। সন্ধে থেকে বৈঠক শুরু হয়েছে। তা এখনও চলছে। পরিচালকদের অনেকেই উপস্থিত রয়েছেন ওই বৈঠকে।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে। সেট অর্ধেক তৈরি করে চলে গিয়েছেন টেকনিশিয়ানরা। এমনকি সেটের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কয়েকমাস আগে এই টলিউডেই ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেডারেশনের অনুমতি ছাড়াই বাংলাদেশে শ্যুটিং করে এসেছিলেন। এই জটের ফলে কার্যত স্তদ্ধ হয়ে যায় টলিপাড়ার শ্যুটিং। শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটেছিল এই সমস্যা। মাত্র মাস কয়েকের ব্যবধান। ফের টলিপাড়ায় ফিরল অচলাবস্থার ছবি। পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট।
আরও পড়ুন- ভালবাসার মাসে দেবলীনার কাছে প্রেমের বার্তা এল, ‘নীল খামে’
আরও দেখুন
+ There are no comments
Add yours