NOW READING:
IPL 2025: আইপিএলে আজ সুপার সানডে; লড়াইয়ে ৪ হেভিওয়েট, রইল সম্ভাব্য একাদশ…
March 30, 2025

IPL 2025: আইপিএলে আজ সুপার সানডে; লড়াইয়ে ৪ হেভিওয়েট, রইল সম্ভাব্য একাদশ…

IPL 2025: আইপিএলে আজ সুপার সানডে; লড়াইয়ে ৪ হেভিওয়েট, রইল সম্ভাব্য একাদশ…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল মরসুমে আজ জোড়া চমক। বিশাখাপত্তনমে আইপিএল-এর (IPL 2025) ১০ম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (DC)। আবার বর্ষাপাড়ায় রাজস্থান রয়্যালস (RR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়ে উজ্জীবিত ডিসি, কেএল রাহুলের প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হবে। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ এলএসজির কাছে হেরে যাওয়ার পর ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং ইশান কিষাণ প্রত্যাবর্তনের লক্ষ্যে রয়েছেন। আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগমের বিস্ফোরক ব্যাটিংয়ের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর বিরুদ্ধে রোমহর্ষক জয়ের পর, আজ বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ  (ACA-VDC) ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (DC) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-এর। এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স এবং অন্যদিকে, কেএল রাহুলের প্রত্যাবর্তন উপকূলীয় শহরকে উৎসাহিত করবে।

আজ ৩.৩০ টে, দুই শীর্ষ প্রতিযোগীর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ লড়াই হওয়ার আশা থাকছে। দুই দলই তাদের প্রথম খেলায় জয়লাভ করে দুর্দান্ত শুরু নিয়ে এই ম্যাচে নামবে। তার আগে দেখে নিন উভয় দলের সম্ভাব্য একাদশ –

দিল্লি ক্যাপিটালস – 
অভিষেক পোরেল (উইকেটরক্ষক) , কেএল রাহুল , জে ফ্রেজার-ম্যাকগার্ক , টি স্টাবস , এফ ডু প্লেসিস , এআর শর্মা , অক্ষর প্যাটেল (অধিনায়ক) , কেএল যাদব , মুকেশ কুমার , মিচেল স্টার্ক , এমএম শর্মা
ইমপ্যাক্ট সাব – বিপরাজ নিগম

সানরাইজার্স হায়দ্রাবাদ –
এইচ ক্লাসেন (উইকেটরক্ষক) , ইশান কিষাণ , টিএম হেড , এ ভার্মা , অভিষেক শর্মা , কে নীতিশ কুমার রেড্ডি , প্যাট কামিন্স (অধিনায়ক) , এম শামি , এইচভি প্যাটেল , এ জাম্পা , সিমারজিৎ সিং।
ইমপ্যাক্ট সাব –  জিশান আনসারি

অন্যদিকে, গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৭.৩০ টায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১১তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (আরআর)। রাজস্থান রয়্যালস (RR), তাদের হারের ধারা ভাঙতে চাইবে এবং মরসুমের প্রথম জয় অর্জন করতে চাইবে। তেমনি, আগের ম্যাচে নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB ) কাছে হেরে গিয়ে, সিএসকে (CSK), ঘুরে দাঁড়াতে জয় চাইবে।

জেনে নিন সম্ভাব্য একাদশ –

 রাজস্থান রয়্যালস —
স স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, নীতিশ রানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফরা আর্চার, সন্দীপ শর্মা, মহেশ থীক্ষনা, আকাশ মাধওয়াল
ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে/তুষার দেশপান্ডে

চেন্নাই সুপার কিংস —
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, স্যাম কারেন, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, 
ইমপ্যাক্ট সাব – শ্রেয়স গোপাল 

আরও পড়ুন: ভারতীয় দলের ৩ তারকার ভয়ংকর ষড়যন্ত্র; রাতের আঁধারে পাঁজাকোলা করে জলে ফেললেন কাকে?

আরও পড়ুন: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link