NOW READING:
IPL 2025 | GT vs RR: সবরমতীতীরে আজ মুখোমুখি গুজরাত ও রাজস্থান! শুভমন ও যশস্বীর দৈরথে শেষ হাসি কার?
April 9, 2025

IPL 2025 | GT vs RR: সবরমতীতীরে আজ মুখোমুখি গুজরাত ও রাজস্থান! শুভমন ও যশস্বীর দৈরথে শেষ হাসি কার?

IPL 2025 | GT vs RR: সবরমতীতীরে আজ মুখোমুখি গুজরাত ও রাজস্থান! শুভমন ও যশস্বীর দৈরথে শেষ হাসি কার?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫ (IPL 2025) -এর ২৩ তম ম্যাচে, বুধবার রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT)। 

আরও পড়ুন: চব্বিশের তারকায় মজে প্রীতি, মালকিন দিয়েছেন প্রায় ৪ কোটি! এবার মাঠেই করলেন….

গুজরাত পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম খেলায় হারার পর টানা তিনটি খেলায় জিতেছে। শেষ খেলায় জিটি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) কে সাত উইকেটে হারিয়েছে। ।মহম্মদ সিরাজও গত কয়েকটি খেলায় খুবই কার্যকরী ভুমিকা নিয়েছেন। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর পুরো মরসুমে কোনও সুযোগ পাননি। তবে গত ম্যাচে তাঁকে ৪ নম্বরে ব্যাট করতে ডাকা হলে, তিনি যথেষ্ট প্রভাব ফেলেন। ২৯ বলে ৪৯ রান করে গুজরাতকে সাত উইকেটে জয় এনে দেন। অধিনায়ক শুভমন গিল ছাড়াও, চোখ থাকবে সাই সুধারসন , রশিদ খান , সাই কিশোর এবং মহম্মদ সিরাজের উপর। 

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের প্রত্যাশা থাকবে অধিনায়ক সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল , সন্দীপ শর্মা , রিয়ান পরাগ এবং ওয়ানিন্দু হাসরাঙ্গার কাছ থেকে। দু’দলেই অনেক তরুণ এবং শক্তিশালী খেলোয়াড় রয়েছে যারা এই ম্যাচে তাদের শক্তি প্রদর্শনের জন্য মরিয়া হয়ে উঠবে।

দেখে নিন দু’দলের সম্ভাব্য একাদশ – 
গুজরাত টাইটানস – 
সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শেরফেন রাদারফোর্ড, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান, রশিদ খান , রবি শ্রিনিবাসন, সাই কিশোর, মহম্মদ সিরাজ , প্রসিধ কৃষ্ণা
ইমপ্যাক্ট সাব – ইশান্ত শর্মা

আরও পড়ুন: ইশ! একটুর জন্য… করে-লড়েও ইডেনে জেতা হল না কলকাতার

রাজস্থান রয়্যালস – 
সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার , ওয়ানিন্দু হাসরাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থেকশানা, কুমার কার্তিকেয়া, তুষার দেশপান্ডে
ইমপ্যাক্ট সাব – আকাশ মাধওয়াল

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link