# Tags
#Blog

Abhishek Banerjee | Manmohan Singhs demise: ‘মনমোহনের প্রয়াণে চুপ বহু সেলেব’! একতিরে বিনোদন ও খেলার দুনিয়াকে বিঁধলেন অভিষেক…

Abhishek Banerjee | Manmohan Singhs demise: ‘মনমোহনের প্রয়াণে চুপ বহু সেলেব’! একতিরে বিনোদন ও খেলার দুনিয়াকে বিঁধলেন অভিষেক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে কেন মুখে কুলুপ দিয়েছেন দেশের ক্রীড়ামহল এবং বিনোদন জগত? এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: MLA Hostel Controversy: অভিষেকের অফিসের নামে ‘প্রতারণা’য় এবার বিজেপি বিধায়ককে নোটিশ পুলিসের

একদিকে যখন মনমোহনের শেষকৃত্যের স্থান নির্বাচন নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে, ঠিক সেই সময়েই রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিষেক। তার প্রতিটি পরতে পরতে রয়েছে ‘তথাকথিত আইকনদের’ প্রতি তাঁর তীব্র সমালোচনা!

অভিষেক লিখেছেন, মনমোহন সিংয়ের প্রয়াণের পর তাঁকে নিয়ে যেভাবে ‘ক্রীড়া ও চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা মুখে কুলুপ এঁটেছেন, সেটা একইসঙ্গে শকিং এবং বেদনার। অথচ, এঁদের নাকি প্রায়শই রোল মডেল বলে অবিহিত করা হয়।…’  

অভিষেকের বক্তব্য, ‘যাঁদের আমরা নিজেদের রোল মডেল বলে মনে করি, মনমোহনের প্রয়াণের পর নীরবতা তাঁদের দায়িত্ববোধ, নৈতিকতা নিয়ে অস্বস্তিকর প্রশ্ন তুলতে বাধ্য করে’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ‘বিনোদন জগতের এই নীরবতা সম্ভবত সরকারের প্রতি ভীতির ফলশ্রুতি। আসলে জাতীয় কোনও ইস্যুতে নীরব থাকাটা এই তথাকথিত রোল মডেলদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’  তিনি আরও বলেন, কৃষকদের আন্দোলন, সিএএ-এনআরসি, মণিপুরের মতো জ্বলন্ত ইস্যুতেও এরা কার্যত দূরত্ব বজায় রাখেন। এদের নিঃশব্দতা প্রশ্ন তুলে দেয়। 

এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমজনতার কাছে আর্জি জানিয়েছেন যে, ‘নিজেদের রোল মডেল বাছুন সাবধানে। এই রোলমডেলদের কাছে এবার দায়িত্ববোধ আশা করা উচিত আমাদের।’ 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal