সমীরণ পাল, হাড়োয়া: শনিবার হাড়োয়া (Haroa) বিধানসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারপরই রাতের অন্ধকারে সেখানকার বিজেপি (BJP) প্রার্থী বিমল দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার পাম্পসেট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপি প্রার্থীর। এই বিষয়ে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তিনি।
এপ্রসঙ্গে রবিবার হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস জানান, গতকাল রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তারপরই তৃণমূল কংগ্রেসের লোকজন রাতের অন্ধকারে বিমল দাসের বাড়িতে হামলা চালায়। তাঁর বাগানে ঢুকে আম ও সেগুন সহ ২০ থেকে ২৫টি গাছ কেটে দেওয়া হয়। জমিতে চাষের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ভেঙে দেওয়ার পাশাপাশি জল দেওয়ার পাম্পসেট ভেঙে দেওয়া হয়। পুলিশ সবকিছু জানা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। ফের হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিমল দাস। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে হাড়োয়ার বিজেপি নেতা-কর্মীদের মধ্যে। তাঁদের ওপরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, হাড়োয়ায় বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। শনিবার ভোটের ফল প্রকাশ হওয়া পর দেখা যায় কোচবিহারের সিতাইয়ের পাশাপাশি হাড়োয়াতেও লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গড়েছে নতুন রেকর্ড। আর সবচেয়ে উল্লেখ্যযোগ্য বিষয় হল, হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ-এর প্রার্থী পিয়ারুল ইসলাম। যদিও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটের ব্যবধান ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। মাত্র একটি আসনে লড়াই করে দ্বিতীয় হলেও আইএসএফ প্রার্থীর জামানত জব্দ হয়েছে। আর ফলাফল প্রকাশের পরেই এই উপনির্বাচনকে প্রহসন বলে আক্রমণ করেছে আইএসএফ নেতৃত্ব। এদিকে জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে বসিরহাট আসনের অন্তর্গত এই আসনে দ্বিতীয় স্থানে থাকলেও কয়েক মাসের মধ্যেই পিছিয়ে গিয়ে তৃতীয় স্থানে পৌঁছে গেছে বিজেপি। মানে এই কয়েকমাস তাদের প্রতি জনসমর্থন আরও কমেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kakdwip News: ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার ২ স্কুল ছাত্রীর দেহ, চাঞ্চল্য কাকদ্বীপে
আরও দেখুন