# Tags
#Blog

তোলা চাওয়ার অভিযোগে, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করল তৃণমূল

তোলা চাওয়ার অভিযোগে, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করল তৃণমূল
Listen to this article



<p>ABP Ananda Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা চাওয়ার অভিযোগে, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করল তৃণমূল। তাঁর বিরুদ্ধে পোস্তা থানায় অপহরণ ও আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেছেন লিলুয়ার বাসিন্দা। সাসপেন্ডেড ওই তৃণমূল নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ।</p>
<p>&nbsp;</p>
<p>অশান্ত বাংলাদেশে এখনও আক্রান্ত হচ্ছে হিন্দুরা। প্রতিদিনই সামনে আসছে কোনও না কোনও ঘটনা। এই প্রেক্ষাপটে একবারে সংসদে দাঁড়িয়ে শিউড়ে ওঠার মতো তথ্য় দিল মোদি সরকার। একটি প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, এবছর ৮ ডিসেম্বর অবধি, বাংলাদেশে হিনদু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলার ২ হাজার ২০০টি ঘটনা ঘটেছে। পদ্মাপাড়ে হিনদুদের ওপর হামলা নতুন ঘটনা নয়। কিন্তু, এবারের পরিস্থিতি কতটা মারাত্মক, সেটা পরিষ্কার হয়ে যায়, গত কয়েকবছরের পরিসংখ্য়ান পাশাপাশি রাখলেই।</p>
<p>বিদেশ প্রতিমন্ত্রীর লিখিত উত্তরেই দেখা গেছে, ২০২২-এ বাংলাদেশে হিন্দু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলা ঘটনা ঘটেছিল ৪৭টি। ২০২৩-এ ৩০২টি। এবার ৮ ডিসেম্বর অবধি সেই সংখ্য়া পৌঁছে গেছে ২ হাজার ২০০-তে। বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য় অনুযায়ী, হিনদু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলার ঘটনার নিরিখে পাকিস্তানকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। এবছর অক্টোবর অবধি পাকিস্তানে সংখ্য়ালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে ১১২টি। আর বাংলাদেশে ৮ ডিসেম্বর অবধি সেই সংখ্য়াটা ২ হাজার ২০০।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal