ABP Ananda Live: মঙ্গলবার সিবিআইয়ের করা গরুপাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু, এখনও ইডির করা মামলা জামিন পাননি। এর ফলে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না বীরভূমের ওই তৃণমূল নেতা। গরুপাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলাতেই দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। ২০২২-এর অগাস্টে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে, না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও ED-র মামলায় অনুব্রতর জামিনের আবেদন ঝুলে আছে দিল্লি হাইকোর্টে। ফলে গরুপাচারকাণ্ডে CBI-মামলায় জামিন পেলেও, এখনই জেল-মুক্তি হচ্ছে না অনুব্রতর।
আরও খবর, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সমস্ত শ্যুটিং। এই পরিস্থিতি তাড়াতাড়ি না কাটলে এর প্রভাব পড়তে পারে সরাসরি সিরিয়ালগুলির ওপর। শ্যুটিং দ্রুত শুরু না হলে কি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের ? পরিচালক-টেকনিসিয়ান দ্বন্দ্বে মেলেনি সমাধান সূত্র ।