NOW READING:
বিজেপি ছেড়ে তৃণমূলে তাপসী, নেপথ্যে অভিজিতের সঙ্গে দ্বন্দ্ব?
March 10, 2025

বিজেপি ছেড়ে তৃণমূলে তাপসী, নেপথ্যে অভিজিতের সঙ্গে দ্বন্দ্ব?

বিজেপি ছেড়ে তৃণমূলে তাপসী, নেপথ্যে অভিজিতের সঙ্গে দ্বন্দ্ব?
Listen to this article



<p>ABP Ananda Live: ২৬-এর আগে শুভেন্দুর জেলায় বিজেপিতে ফের ভাঙন ! ফের দলবদল করতে চলেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল? জল্পনা কাটিয়ে অবশেষে&nbsp; তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক । সিপিএম বিজেপি হয়ে এবার ঘাসফুলের জমিতে তাপসী মণ্ডল। ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন! তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন,&nbsp; আমি দেখলাম যে, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।'</p>



Source link