<p>ABP Ananda Live: তৃণমূলে ফের কালারফুল নেতার সন্ধান। এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করেন কল্যাণ। আর কোর্টে কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না।</p>
<p> </p>
<p> ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।</p>
<p><strong>কী বলছে বাংলাদেশ</strong></p>
<p>বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।</p>
Source link
রত্না চট্টোপাধ্যায়ের বাবাকে কালারফুল বলে সম্বোধন কল্যাণের,পাল্টা জবাব দিলেন রত্না
