Manishankar Mondal: দলের সুপ্রিম অথরিটি থেকে কোনও লেটার পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করা দলবিরোধিতা বলে মনে করি না। যদি অন্যায় হয়ে থাকে তাহলে এই অন্যায় আমি আবারও করব’, বললেন মণিশঙ্কর মণ্ডল। অভিষেকের হয়ে ব্যাটিং, শিক্ষক নেতাকে বহিষ্কার নিয়ে তৃণমূলেই তোলপাড়। কেউ স্লোগান তুলেছিলেন, গেমচেঞ্জার দাদা, কেউ আবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরকারে আনার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা দুই শিক্ষক নেতাকে এবার বহিষ্কার করল তৃণমূল। এঁরা হলেন, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। যদিও অবস্থান না বদলানোর বার্তা দিয়ে, বহিষ্কারের পরও আজ পোস্ট করেছেন মণিশঙ্কর মণ্ডল। তিনি লিখেছেন, ”পছন্দ নয় ভন্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক।”
+ There are no comments
Add yours