NOW READING:
মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতে ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক
November 8, 2024

মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতে ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক

মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতে ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক
Listen to this article



<p>ABP Ananda Live: অভিষেকের সওয়ালে ‘চাঙ্গা’ তৃণমূলের বীরভূম কোর কমিটি। ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই হবে কোর কমিটির বৈঠক । ১৬ নভেম্বর বৈঠকের ডাক দিলেন বীরভূম কোর কমিটির আহ্বায়ক। বীরভূমে কোর কমিটি থাকা উচিত, গতকালই সওয়াল অভিষেকের। অভিষেকের সওয়াল, মমতার নির্দেশে ১৬ তারিখ কোর কমিটির বৈঠক। কেষ্ট ফিরলেও, কাজলের কোর কমিটিতেই আস্থা অভিষেকের। ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠক, থাকার কথা কেষ্ট-কাজল শেখের।</p>
<p>: আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।’&nbsp; এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না।&nbsp; ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।&nbsp; এদিকে বিতর্কিত মন্তব্যের পর ফিরহাদের সাফাই, নারীদের আমি মাতৃরূপে দেখি। হেরো ভূত, হেরো মাল- এটা হচ্ছে ভোটের প্রার্থী , কোনও নারীর বিষয় নয়। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। আমি বলেছি, তিন লাখ ভোটে হেরে গিয়েও, হেরো মালরা, অর্থাৎ বিজেপি, কেসে গেছে।এটা দুভার্গ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনও নারীকে অসম্মান করব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না।</p>



Source link